TRENDING:

Kalbaishakhi Alert: দুপুর গড়ালেই আচমকা তুমুল কালবৈশাখী...! জ্বালাপোড়া গরমে স্বস্তির বৃষ্টি কোন কোন জেলায়? কলকাতায় বইবে ঝড়? আবহাওয়ার বড় খবর

Last Updated:
Kalbaishakhi Alert: এই গনগনে তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্তত বৃহস্পতিবার পর্যন্ত এই প্রখর দাবদাহের হাত থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গবাসীর। ফলে অস্বস্তি আরও বাড়বে। 
advertisement
1/10
দুপুর গড়ালে আচমকা তুমুল কালবৈশাখী...! জ্বালাপোড়া গরমে স্বস্তির বৃষ্টি কোন কোন জেলায়? জানুন
*হাতে সময় নেই। আজ শুক্রবার বিকেলে ধেয়ে আসতে পারে তুমুল কালবৈশাখী। দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় আগামী ২৪ ঘণ্টায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে কালবৈশাখী তাণ্ডব চালাতে পারে বিকেল গড়ালে। কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি হতে পারে। তবে তার আগে পর্যন্ত তীব্র দাবদাহে পুড়বে বাংলা। সংগৃহীত ছবি।
advertisement
2/10
*উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ব্যাপক ঝড়বৃষ্টির সতর্কতা। ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।  ৭-১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরের এই জেলাগুলিতে। সংগৃহীত ছবি।
advertisement
3/10
*আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর হালকা মাঝারি বৃষ্টি বাকি জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস। সংগৃহীত ছবি।
advertisement
4/10
*উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে, কয়েকটা জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অনেক জেলায় জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মালদহ ও দিনাজপুরে হালকা, মাঝারি বৃষ্টি এবং উপরের পাঁচ জেলায় অপেক্ষাকৃত একটু বেশি বৃষ্টি হবে। সংগৃহীত ছবি।
advertisement
5/10
*আজ ১৬ মে শুক্রবার উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হবে। ১৭ মে শনিবার উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় বেশিরভাগ জেলায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। ১৭ তারিখ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং দুই বর্ধমানে হালকা-মাঝারি বৃষ্টি হবে, বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি। সংগৃহীত ছবি।
advertisement
6/10
*১৮ মে রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড বৃষ্টি বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেও বৃষ্টি হবে। ১৯ ও ২০ মে দক্ষিণবঙ্গে সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। উত্তরবঙ্গে ২০ মে উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সংগৃহীত ছবি।
advertisement
7/10
*উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ারে, বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া-সহ ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়াও দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সতর্কর্তা। সংগৃহীত ছবি।
advertisement
8/10
*আজ ১৬ মে দক্ষিণবঙ্গের সব জেলায় ৩০-৪০ কিলোমিটার, কোথাও ৪০-৫০ কিলোমিটার বেগে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ঝড় হওয়ার সম্ভাবনা, হাওয়ার গতিবেগ ৪০-৫০ কিলোমিটার থাকবে, বাকি জেলার কোথাও কোথাও ৩০-৪০ কিমি বেগে ঝড় বইবে। সংগৃহীত ছবি।
advertisement
9/10
*১৭ মে শনিবার উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি শুধু দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া-সহ ঝড়বৃষ্টি পশ্চিমের বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদে। সংগৃহীত ছবি।
advertisement
10/10
*১৮ মে রবিবার উত্তরবঙ্গে কোনও ঝড়-বৃষ্টি নেই। তবে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলবে। এই ঝড়বৃষ্টি মূল কারণ বঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে এর ফলে তাপমাত্রা খুব একটা বাড়বে না, বৃষ্টি হলে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে। মৌসুমী বায়ু আন্দামানে প্রবেশ করেছে দক্ষিণ বঙ্গোপসাগরে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kalbaishakhi Alert: দুপুর গড়ালেই আচমকা তুমুল কালবৈশাখী...! জ্বালাপোড়া গরমে স্বস্তির বৃষ্টি কোন কোন জেলায়? কলকাতায় বইবে ঝড়? আবহাওয়ার বড় খবর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল