TRENDING:

Kalbaisakhi Alert: ফুঁসে উঠবে সমুদ্র, আজ রাতেও দক্ষিণের এই জেলাগুলিতে কালবৈশাখীর রুদ্রমূর্তি! বড়সড় আপডেট!

Last Updated:
Kalbaisakhi Alert: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ২ জেলায়। আগামী দুই ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে।
advertisement
1/6
ফুঁসে উঠবে সমুদ্র, আজ রাতেও দক্ষিণের এই জেলাগুলিতে কালবৈশাখীর রুদ্রমূর্তি! বড়সড় আপডেট!
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ২ জেলায়। আগামী দুই ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে।
advertisement
2/6
বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
3/6
IMD-র ওয়েদার আপডেট অনুসারে বঙ্গোপাসগরের উপর তৈরি হয়ে রয়েছে অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন৷ এরই মধ্যে দিয়ে বিস্তৃত রয়েছে একটি সক্রিয় অক্ষরেখা৷ এটি বিস্তৃত রয়েছে লোয়ার ট্রপোস্ফিয়ার স্তর পর্যন্ত৷
advertisement
4/6
বুধবার থেকে আবহাওয়া বদল। আবহাওয়া বদলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখীর ঝড় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস হাওয়া অফিসের। আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গে সর্বত্রই বাড়ছে তাপমাত্রার পারদ।
advertisement
5/6
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা পারদ ৩৫ ডিগ্রি সেলসিয়াস এর ওপরে। পশ্চিমে জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা। অন্যান্য জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এরই মাঝেই আবার কালবৈশাখীর ঝড় বৃষ্টির হলুদ ও কমলা সতর্কতা জারি।
advertisement
6/6
এই সক্রিয় ওয়েদার চ্যানেলের জন্য, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় হবে দুর্যোগপূর্ণ আবহাওয়া৷ এর জেরে ৩০ থেকে ৫০ কিমি পর্যন্ত প্রতি ঘণ্টা গতিতে বইবে হু হু করে হাওয়া৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাওয়ার সর্বোচ্চ গতি হতে পারে ৬০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত৷
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kalbaisakhi Alert: ফুঁসে উঠবে সমুদ্র, আজ রাতেও দক্ষিণের এই জেলাগুলিতে কালবৈশাখীর রুদ্রমূর্তি! বড়সড় আপডেট!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল