TRENDING:

Kalbaishaki Alert: সারাসপ্তাহে কালবৈশাখী বৃষ্টি! ঘনিয়ে আসবে নিকষ কালো অন্ধকার, মুহূর্মুহূ বজ্রপাতের গর্জন দক্ষিণের জেলাগুলিতে

Last Updated:
Kalbaisakhi Alert: গরমের দাপটে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। জেলা পুরুলিয়াতে তাপমাত্রার পারদ অনেকখানি বেড়ে গিয়েছে। গরমে নাজেহাল অবস্থা সকলের। কিন্তু তার মাঝেই কিছুটা স্বস্তির খবর দিয়েছে হাওয়া অফিস। ‌ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে জেলায়। গরমের প্রভাব কমতে শুরু করেছে।
advertisement
1/6
সারাসপ্তাহে কালবৈশাখী বৃষ্টি! ঘনিয়ে আসবে নিকষ কালো অন্ধকার
গরমের দাপটে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। জেলা পুরুলিয়াতে তাপমাত্রার পারদ অনেকখানি বেড়ে গিয়েছে। গরমে নাজেহাল অবস্থা সকলের। কিন্তু তার মাঝেই কিছুটা স্বস্তির খবর দিয়েছে হাওয়া অফিস। ‌ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে জেলায়। গরমের প্রভাব কমতে শুরু করেছে।
advertisement
2/6
বুধবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
advertisement
3/6
আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। ‌গরমের দাপট যথেষ্ট রয়েছে জেলায়। মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই গরমের দাপট বাড়তে শুরু করেছে। এপ্রিল মাসেও সেই গরম অব্যাহত।
advertisement
4/6
গরমের দাপট কিছুটা হলেও কমতে পারে। জেলায় জেলায় বর্ষণ শুরু হবে এমনটাই পূর্বভাস মিলেছে। ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে , বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।
advertisement
5/6
কোথাও কোথাও আবার বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিছুটা হলেও মিলবে স্বস্তি। ‌একইভাবে উত্তরের একাধিক জেলাতেও চলতি সপ্তাহে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির কোনও কোনও অংশ অল্পবিস্তর বৃষ্টিতে ভিজতে পারে। গরমের প্রভাব কমবে উত্তরে।
advertisement
6/6
দক্ষিণের জেলাগুলিতে রয়েছে তীব্র গরমের দাপট। এর মাঝে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হলে কিছুটা মিলতে পারে স্বস্তি। ‌ তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kalbaishaki Alert: সারাসপ্তাহে কালবৈশাখী বৃষ্টি! ঘনিয়ে আসবে নিকষ কালো অন্ধকার, মুহূর্মুহূ বজ্রপাতের গর্জন দক্ষিণের জেলাগুলিতে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল