TRENDING:

Jyotishka Biswas: 'চাঁদের পাহাড়' ছুঁয়ে ফেললেন প্রথম বাঙালি জ্যোতিষ্ক, সাইকেলেই স্বপ্নপূরণ! গোটা বিশ্ব দেখল বাস্তবের শংকরকে

Last Updated:
Jyotishka Biswas: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী বই চাঁদের পাহাড় হাতে নিয়েই আফ্রিকা মহাদেশের মার্গারিটা শৃঙ্গ জয় করল বাস্তবের চাঁদের পাহাড়ের হিরো 'শংকর' ওরফে জ্যোতিষ্ক বিশ্বাস।
advertisement
1/6
'চাঁদের পাহাড়' ছুঁয়ে ফেললেন প্রথম বাঙালি জ্যোতিষ্ক, সাইকেলেই স্বপ্নপূরণ! গোটা বিশ্ব দেখল
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী বই চাঁদের পাহাড় হাতে নিয়েই আফ্রিকা মহাদেশের মার্গারিটা শৃঙ্গ জয় করল বাস্তবের চাঁদের পাহাড়ের হিরো 'শংকর' ওরফে জ্যোতিষ্ক বিশ্বাস! ছবি: জ্যোতিষ্ক বিশ্বাসের সোশ্যাল মিডিয়া তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
প্রত্যেক বাঙালি সাহিত্যপ্রেমী তরুণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই কালজয়ী উপন্যাস চাঁদের পাহাড় একবার হলেও পড়েছেন কিম্বা সিনেমা অথবা অডিও স্টোরিতে শুনেছেন। প্রত্যেকেরই ইচ্ছে হয় একবার ওই চাঁদের পাহাড়টি ছুঁয়ে দেখার। আর সেটাই বাস্তবে রূপান্তরিত করলেন নদিয়ার এই তরুণ।
advertisement
3/6
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই অমরসৃষ্টি হাতে নিয়েই জ্যোতিষ্ক পৌঁছে গেলেন আফ্রিকার বিখ্যাত রোয়েনজোরি পর্বতে, সঙ্গে একটি চিরকূট, তাতে লেখা – ‘ট্রিবিউট টু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়’। সঙ্গে শুধুমাত্র একটি সাইকেল।
advertisement
4/6
নদিয়ার করিমপুরের জামতলার বাসিন্দা জ্যোতিষ্ক বিশ্বাসের বাবা প্রাক্তন সেনাকর্মী। ভ্রমণের শখ ছোটবেলা থেকেই। বাবার পেশার সুবাদে ঘুরেছেন ভারতের বিভিন্ন রাজ্যে। ভ্রমণপিপাসু সাইকেলপ্রেমী যুবকের আগে হিমালয় থেকে শুরু করে একাধিক জায়গায় ভ্রমণ করলেও মূল লক্ষ্য ছিল ছোটবেলায় পড়া বিভূতিভূষণের ‘চাঁদের পাহাড়’ জয় করা।
advertisement
5/6
গত জুন মাসে নিজের জমানো টাকা নিয়ে বেরিয়ে পড়েছিলেন চাঁদের পাহাড়ের উদ্যেশ্যে। গন্তব্য, রেলওয়ে হেড অফিস, বোম্বাসা, পূর্ব আফ্রিকা। আজ থেকে প্রায় একশো বছর আগে বিভূতিভূষণের ‘শংকর’ এখান থেকে যাত্রা শুরু করেছিল ‘চাঁদের পাহাড়ে’র উদ্দেশে।
advertisement
6/6
চাঁদের পাহাড় জয় করে একটি ভিডিও বার্তার মাধ্যমে সে জানায়, পাহাড়টি উগান্ডা এবং কঙ্গদেশের সীমান্তে অবস্থিত। একটা গোটা জেনারেশনের ভালো থাকার কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়ের বইটা। সে ধন্যবাদ জানাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে এই বইটি লেখার জন্য।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Jyotishka Biswas: 'চাঁদের পাহাড়' ছুঁয়ে ফেললেন প্রথম বাঙালি জ্যোতিষ্ক, সাইকেলেই স্বপ্নপূরণ! গোটা বিশ্ব দেখল বাস্তবের শংকরকে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল