Jyoti Basu Research Center: নিউটাউনে উদ্বোধন হল জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের! কী কী থাকছে এখানে? জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Jyoti Basu Research Center: সল্টলেকের ইন্দিরা ভবনে থাকা অবস্থায় জ্যোতি বসুর ব্যবহার করা নানা সামগ্রীও এই গবেষণাগারে রাখা হয়েছে। জানুন
advertisement
1/6

বাম জামানায় প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১৫তম প্রয়াণ বার্ষিকীতে নিউটাউনে উদ্বোধন হল জ্যোতি বসু গবেষণাকেন্দ্রের(তথ্য ও ছবি: রুদ্র নারায়ন রায়)
advertisement
2/6
গবেষণাকেন্দ্রে থাকছে গ্যালারি, যেখানে শুধু জ্যোতি বসু নন, রাখা হয়েছে তাঁর সঙ্গে সম্পর্কিত আরও নানা ব্যক্তিত্বদেরও। জ্যোতিবাবুর মুখ্যমন্ত্রিত্ব কালীন দীর্ঘ সময় বঙ্গ রাজনীতিতে থাকা নানা ঘটনা সহ জ্যোতিবাবুর ব্যবহার করা নানা জিনিসও স্থান পেয়েছে এখানে
advertisement
3/6
সল্টলেকের ইন্দিরা ভবনে থাকা অবস্থায় জ্যোতি বসুর ব্যবহার করা নানা সামগ্রীও এই গবেষণাগারে রাখা হয়েছে। থাকছে জ্যোতি বসু সংক্রান্ত এবং তার পড়ার বইয়ের সামগ্রী সহ বিশেষ লাইব্রেরি
advertisement
4/6
বিমান বসু নবনির্মিত এই জ্যোতি বসু গবেষণাকেন্দ্রের সভাপতি। সম্পাদকের দায়িত্বে রয়েছেন রবীন দেব। এদিন গবেষণাকেন্দ্রের উদ্বোধন করেন সিপিএমের পলিটব্যুরোর কোঅর্ডিনেটর প্রকাশ কারাট। এছাড়াও ছিলেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, বিন্দা কারাট, গৌতম দেব সহ বাম নেতৃত্বরা
advertisement
5/6
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এই রিসার্চ সেন্টার এর মাধ্যমে আগামী দিনে বামপন্থা নিয়ে আগ্রহীদের জ্ঞান সঞ্চয়ের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে
advertisement
6/6
পাঁচ একর জমির উপর গড়ে ওঠা এই গবেষণা কেন্দ্র আগামী দিনে রাজ্যের প্রাক্তন বাম জমানার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে আগামী প্রজন্মের মধ্যে অন্যভাবেই বাঁচিয়ে রাখবে বলেই দাবি বাম নেতাকর্মীদের। এই গবেষণা কেন্দ্র তৈরিতে বামেদের তরফ থেকে গণ অর্থ সংগ্রহ করা হয়েছিল রাজ্যজুড়ে
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Jyoti Basu Research Center: নিউটাউনে উদ্বোধন হল জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের! কী কী থাকছে এখানে? জানুন