TRENDING:

Joy Maa Chandi: পুকুরের ধারে শিলা রূপে আছেন, এই স্বপ্নাদেশেই পেয়েই মাকে খুঁজে পান ভক্তরা, জয়নগরে মা জয় চন্ডী রূপ পরিবর্তন! দেবীকে দেখুন নানা রূপে 

Last Updated:
Joy Maa Chandi: জয়নগরে মা জয় চন্ডী রূপ পরিবর্তন! দেবীকে দেখুন নানা রূপে , প্রতিবছর ১৫ দিন ধরে চলে জয়চণ্ডী মায়ের রূপ পরিবর্তনের উৎসব। 
advertisement
1/6
স্বপ্নাদেশেই পেয়েই মাকে খুঁজে পান ভক্তরা, জয়নগরে মা জয় চন্ডী রূপ পরিবর্তন! দেবীকে দেখুন
জয়নগরে ধন্বন্তরি মায়ের রূপ পরিবর্তন শেষ হওয়ার একমাস পর ফের শুরু হয়েছে জয়চণ্ডী মায়ের রূপ পরিবর্তন উৎসব। জয়নগরের প্রাচীন মতিলাল বংশের কৃতী পুরুষ গুণানন্দ মতিলালের হাত ধরেই এই দেবীর পুজো ও মন্দিরের সূত্রপাত।
advertisement
2/6
গঙ্গাসাগর যাওয়ার পথে সন্ধ্যাবেলায় একটি বাদাম গাছের নিচে নোঙর করেন। রাতে স্বপ্নে এক দেবী এসে বলেন, "আমি মা জয়চণ্ডী। আমার বরাভয় রূপ প্রতিষ্ঠা কর।" মূর্তি বানাতে হবে বকুল কাঠ দিয়ে।
advertisement
3/6
স্বপ্নাদেশ মেনে উদ্যোগ নেন মন্দির নির্মাণে। জনশ্রুতি, পুকুরের ধারে শিলারূপে দেবী মিলবেন—পরবর্তীতে সেই শিলাও উদ্ধার হয় এবং এখনও তার পূজা হয় মন্দিরে।
advertisement
4/6
প্রতিবছর ১৫ দিন ধরে চলে জয়চণ্ডী মায়ের রূপ পরিবর্তনের উৎসব। এই সময় দেবী বিভিন্ন রূপে পূজিতা হন—মাহেশ্বরী, লক্ষ্মী, মনসা, জগদ্ধাত্রী, রাজরাজেশ্বরী সহ আরও অনেক রূপে।
advertisement
5/6
এই উৎসব ঘিরে জয়নগরের জয়চণ্ডীতলায় বসে বিশাল মেলা। দূর-দূরান্ত থেকে বহু ভক্ত এই উৎসব দেখতে আসেন। লোক বিশ্বাস, 'জয়নগর' নামটিও নাকি এসেছে এই দেবীর নাম থেকেই।
advertisement
6/6
মন্দিরের সেবাইত জানান, জ্যৈষ্ঠ পূর্ণিমায় দেবীর শিলাকে গঙ্গার জল দিয়ে স্নান করানো হয়। পরিবার বারের সদস্য মিলেই এই পূজার দায়িত্ব পালন করে আসছেন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Joy Maa Chandi: পুকুরের ধারে শিলা রূপে আছেন, এই স্বপ্নাদেশেই পেয়েই মাকে খুঁজে পান ভক্তরা, জয়নগরে মা জয় চন্ডী রূপ পরিবর্তন! দেবীকে দেখুন নানা রূপে 
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল