চাকরির মেলা! সরকারি উদ্যোগে বেসরকারি সংস্থায় কাজের সুযোগ, চাকরিপ্রার্থীদের জন্য বড় আয়োজন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
বহু সংস্থায় সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউয়ের সুযোগ দেওয়া হয়েছে, ফলে অনেকে এদিনই দক্ষতা প্রমাণের মাধ্যমে চাকরির সুযোগ পেয়েছেন
advertisement
1/6

<strong>উত্তর ২৪ পরগনা, জুলফিকার মোল্যাঃ</strong> বসিরহাটে সরকারি উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিশেষ জব ফেয়ার। কর্মসংস্থানের নতুন দিশা দেখাতে কর্ম বিনিয়োগ কেন্দ্র তথা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস এই উদ্যোগ নিল। নিয়মিত যোগাযোগ রাখলে এবং এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত থাকলে মিলতে পারে এই সুযোগ। সময়ের সঙ্গে বদল এসেছে কর্মপদ্ধতিতে। পুরনো কার্ড ব্যবস্থা এখন জায়গা দিয়েছে আধুনিক অনলাইন পোর্টালকে।
advertisement
2/6
বেসরকারি ক্ষেত্রে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনাকে সামনে রেখে আয়োজন করা হয়েছে এই বিশেষ জব ড্রাইভ। বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জির উদ্যোগে কর্ম বিনিয়োগ কেন্দ্র এবার কর্মপ্রার্থীদের সঙ্গে বিভিন্ন সংস্থার সেতুবন্ধন তৈরি করেছে। এই ড্রাইভে অংশ নিয়েছেন সীমান্তবর্তী গ্রাম থেকে সুন্দরবন এলাকার অসংখ্য চাকরিপ্রার্থী যুবক-যুবতী। (ছবি ও তথ্যঃ জুলফিকার মোল্যা)
advertisement
3/6
এদিনের জব ফেয়ারে বিমা, ফিন্যান্স, ব্যাঙ্ক, অফিস সহ বিভিন্ন পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি অংশ নেয়। তাঁদের মধ্যে একাধিক সংস্থা ইতিমধ্যেই প্রাথমিক বাছাই পর্বে নির্বাচিত কর্মপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। ফলে অংশগ্রহণকারীদের কাছে এটি একটি বড় সুযোগ হয়ে দাঁড়িয়েছে। (ছবি ও তথ্যঃ জুলফিকার মোল্যা)
advertisement
4/6
বসিরহাটের মতো অপেক্ষাকৃত দূরবর্তী জায়গায় কর্পোরেট সংস্থাকে আনা সবসময়ই চ্যালেঞ্জের বিষয়। তবে কর্ম বিনিয়োগ কেন্দ্রের এই উদ্যোগে সেই বাধা অতিক্রম করে বহু সংস্থা সরাসরি উপস্থিত হয়েছে। এতে স্থানীয় চাকরিপ্রার্থীদের কাছে এক নতুন আশার আলো দেখা দিয়েছে। (ছবি ও তথ্যঃ জুলফিকার মোল্যা)
advertisement
5/6
অনেক সংস্থায় সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউয়ের সুযোগ দেওয়া হয়েছে। ফলে অগণিত যুবক-যুবতী এদিনই নিজেদের দক্ষতা প্রমাণের মাধ্যমে চাকরির সুযোগ পেয়েছেন। একদিকে যেমন তাঁরা নিজের জীবিকা সুরক্ষিত করছেন, তেমনই পরিবারেও আর্থিক স্বচ্ছলতার আশা জাগছে। (ছবি ও তথ্যঃ জুলফিকার মোল্যা)
advertisement
6/6
সব মিলিয়ে বসিরহাটের এই সরকারি উদ্যোগ কর্মসংস্থানের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রত্যন্ত এলাকার যুবকদের কর্পোরেট দুনিয়ায় কাজের সুযোগ এনে দেওয়া শুধু কর্মজীবনের দরজা খুলে দিচ্ছে না, বরং নতুন প্রজন্মের আত্মবিশ্বাসও বাড়িয়ে তুলছে। (ছবি ও তথ্যঃ জুলফিকার মোল্যা)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
চাকরির মেলা! সরকারি উদ্যোগে বেসরকারি সংস্থায় কাজের সুযোগ, চাকরিপ্রার্থীদের জন্য বড় আয়োজন