Durga Puja 2025: জিতাষ্টমীতে জীমূতবাহনের পুজোর মাধ্যমে এই সাবেক বাড়িতে সূত্রপাত হল আগমনীর
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Durga Puja 2025:প্রায় ৫০০বছরের প্রাচীন এই দুর্গাপুজো প্রতিষ্ঠা করেছিলেন বিকল সিংহ। বর্তমানে রাজা নেই রাজ প্রাসাদ নেই। তবে আগে ভগ্নদশা ভুগলেও বর্তমানে সংস্কার করা হয়েছে বাঘডাঙ্গা জমিদারবাড়ি।
advertisement
1/6

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী : মুর্শিদাবাদের কান্দি পৌর এলাকার প্রাচীন দুর্গাপুজো গুলির মধ্যে অন্যতম জেমো বাঘডাঙ্গা ভাঙা বাড়ির বুড়িমা দুর্গাপুজো। আর কয়েক দিন বাদেই বাংলির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই দুর্গাপুজো প্রায় ৫০০ বছরের প্রাচীন।
advertisement
2/6
জানা যায়, রবিবার রাতে জিতাস্টমী তে জিমুত বাহনের পুজোর মধ্যে দিয়েই শুরু হল দেবী উমার আহ্বান। প্রায় ৫০০বছরের প্রাচীন এই দুর্গাপুজো প্রতিষ্ঠা করেছিলেন বিকল সিংহ। বর্তমানে রাজা নেই রাজ প্রাসাদ নেই। তবে আগে ভগ্নদশা ভুগলেও বর্তমানে সংস্কার করা হয়েছে বাঘডাঙ্গা জমিদারবাড়ি।
advertisement
3/6
পরিবারের বর্তমান সদস্যরা এই পুজো নিয়ম ও নিষ্ঠার সঙ্গে আজও চালিয়ে আসছেন। তবে বুড়িমা ছাড়াও সিংহ বাড়িতে নিত্য পুজো হয়। এছাড়াও জনার্দন প্রভু, তুলসী প্রভু, মা মনসা ও জটাধারী দেব ও জিমুত বাহনের পুজো হয়। তবে দুর্গাপুজো হয় মানে এমন নয় যে কেবলমাত্র মা দুর্গারই আরাধনা করা হয়, তার আগে ধাপে ধাপে পুজো হয় বাড়িতে থাকা প্রাচীন দেব দেবীদের।
advertisement
4/6
পরিবারের অন্যতম সদস্যরা জানিয়েছেন, বাঘডাঙ্গা ভাঙা বাড়ি নামেই খ্যাত এই পুজো, বর্তমানে এই পুজো নাম বুড়িমার দুর্গাপুজো। আগে ভাঙা বাড়ি থাকলেও বর্তমানে মন্দির সংস্কার করা হয়েছে।
advertisement
5/6
দুর্গাপুজোর পনেরো দিন আগে হয় বোধন। আর বোধনের আগে রাতে হয় জিতাস্টমী পুজো । জিতাস্টমী দিনে এক বিশেষ পুজোর আয়োজন করা হয়। প্রাচীন কালের এই পুজো দেখতে বহু দুর দুরন্ত থেকে মানুষ জন আসেন পুজো দেখতে। তবে এখানে সিংহের বদলে নরসিংহ দেখা যায়।
advertisement
6/6
রাজ আমলে বোধনের দিন থেকে ঘট এনে পুজো পাঠ করা হলেও বর্তমানে ষষ্ঠীর দিন থেকে ঘট এনে পুজো পাঠ শুরু করা হয় বলে জানান পরিবারের সদস্যরা। বর্তমানে বাঘডাঙ্গা জমিদারবাড়ি ভগ্নদশা কাটিয়ে নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে বর্তমানে পরিবারের সদস্যরা এই প্রাচীন পুজো আজও চালিয়ে আসছেন। পুজো কে কেন্দ্র করে পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত হন এই চারদিনে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: জিতাষ্টমীতে জীমূতবাহনের পুজোর মাধ্যমে এই সাবেক বাড়িতে সূত্রপাত হল আগমনীর