TRENDING:

চারিদিকে ভাঙনের করাল গ্রাস তার মধ্যেই পদ্মা নদীতে জিমুত বাহনের পুজো! লালগোলার এই দৃশ্য দেখলে চমকে উঠবেন আপনিও  

Last Updated:
লালগোলাতে চলছে ভয়াবহ ভাঙন। এবার আতঙ্কের মধ্যেই পদ্মা নদীতে জিমুত বাহনের পুজো অর্থাৎ জিতাষ্টমী পুজো করা হল সোমবার সকালে।
advertisement
1/6
চারিদিকে ভাঙনের করাল গ্রাস তার মধ্যেই পদ্মা নদীতে জিমুত বাহনের পুজো! লালগোলার এই দৃশ্য
লালগোলা, তন্ময় মন্ডল : লালগোলাতে চলছে ভয়াবহ ভাঙন। এবার আতঙ্কের মধ্যেই পদ্মা নদীতে জিমুত বাহনের পুজো অর্থাৎ জিতাষ্টমী পুজো করা হল সোমবার সকালে।
advertisement
2/6
গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, রবিবার রাত্রে ৮ বিঘা জমি যেগুলো চাষযোগ্য ফুলকপি এবং বেগুন জমি নদীর তলে চলে গিয়েছে লালগোলার রাধাকৃষ্ণপুরে।
advertisement
3/6
জিতাষ্টমী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি-যে তিথিতে স্ত্রীলোকেরা পুত্রলাভের জন্য জিমূতবাহনের পূজা করে। জিতাষ্টমী ব্রত বাংলার হিন্দুসমাজের অশাস্ত্রীয় বা মেয়েলি ব্রতগুলির অন্তর্গত একটি সধবা ব্রত। গ্রামীণ বাংলার বাঙালি হিন্দুঘরের মহিলারা সন্তানের আয়ুবৃদ্ধি ও মঙ্গলকামনায় এই ব্রত পালন করেন।
advertisement
4/6
এটি আশ্বিন মাসের কৃষ্ণাষ্টমী তিথিতে পালন করা হয়। জিতাষ্টমীর পরদিন কৃষ্ণানবমীতে স্থানবিশেষে শারদীয়া দুর্গাপূজার প্রথম বোধন আরম্ভ হয়। এই ব্রত লোকভাষায় জিতা বা বড়ষষ্ঠী নামেও পরিচিত। এদিন গৃহের উঠানে গর্ত করে বটগাছের ডাল, ধান, আখ প্রভৃতি গাছকে পূজা করা হয় জীমূতবাহনের প্রতীকরূপে।
advertisement
5/6
লাগাতার ভাঙন আতঙ্কে একদিকে ঘুম ছুটেছে সামশেরগঞ্জের বিভিন্ন গ্রামে। এবার নতুন করে ভাঙন আতঙ্ক সৃষ্টি হল লালগোলাতে। লালগোলা তারানগরে আবারও ভয়াবহ ভাঙন। ইতি মধ্যেই তলিয়ে গিয়েছে রাস্তা।
advertisement
6/6
দুর্গাপুজোর আগে লাগাতার ভাঙনের জেরে বিপর্যস্ত লালগোলা ব্লক। সোমবার সকালে আতঙ্কের মধ্যে দিয়েই স্নান সম্পন্ন করা হয়। চলে পদ্মা নদীতে বিশেষ পুজো।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
চারিদিকে ভাঙনের করাল গ্রাস তার মধ্যেই পদ্মা নদীতে জিমুত বাহনের পুজো! লালগোলার এই দৃশ্য দেখলে চমকে উঠবেন আপনিও  
Open in App
হোম
খবর
ফটো
লোকাল