Jhulan Utsav: হারিয়ে যাওয়া ঝুলন সাজানো ফিরে এল বারাসতের ক্লাবে
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Jhulan Utsav: হারিয়ে যেতে বসেছে বাঙালির ঐতিহ্যের ঝুলন সাজানো। সেই হারানো ঐতিহ্য ফিরে এল বারাসতের ক্লাবের হাত ধরে
advertisement
1/6

আধুনিকতার যুগে হারিয়ে যাওয়া বাংলার ঐতিহ্যের ঝুলন উৎসবকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অভিনব উদ্যোগ মধ্যমগ্রাম উদয়রাজপুর মধ্যপাড়া দ্য অগ্রণী সংঘের
advertisement
2/6
নতুন প্রজন্মের শিশুরা বর্তমান সময়ে মোবাইলে আবদ্ধ হয়ে পড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝুলন উৎসবের বিষয় তাদের কাছে অনেকটাই অজানা
advertisement
3/6
গ্রামবাংলায় এখনও তাও কিছুটা এই উৎসব দেখা গেলেও শহরাঞ্চলে এখন আর দেখা মেলে না ছোট ছোট পুতুল ও খেলনা ব্যবহার করে সাজিয়ে তোলা এই কল্পনার জগতের
advertisement
4/6
সাতদিনের এই বিশেষ ঝুলন উৎসব সম্বন্ধে এলাকার তরুণ প্রজন্মকে জানাতে ক্লাবের মধ্যেই তাই বেশ কিছুটা জায়গা জুড়ে কাঠের গুঁড়ো, বালি, রং ও নানা ধরনের খেলনা দিয়ে স্বাধীনতা দিবসের দিন থেকে চলছে এই ঐতিহ্যের উৎসব পালন
advertisement
5/6
মধ্যমগ্রাম এলাকার কচিকাঁচারাও ভিড় জমিয়েছে এই ঝুলন দেখতে। শিল্পী অমিত ঘোষ তার হাতের ছোঁয়ায় ফুটিয়ে তুলেছেন গোটা এই খেলনার দুনিয়া
advertisement
6/6
আগামী দিনে বাংলার ঐতিহ্যবাহী এই ঝুলন উৎসবকে নতুন প্রজন্মের সামনে আকর্ষণীয় করে তুলতে প্রচেষ্টা চালানো হবে বলেও ক্লাবের তরফ থেকে জানান দিবাকর মজুমদার। শেষ দিনে খিচুড়ি ভোগেরও আয়োজন ছিল এই ঝুলন উৎসবকে কেন্দ্র করে