Bagnan Youtube Star Murder Mystery: ইউটিউবের জনপ্রিয় অভিনেত্রী, বাগনানে রাঁচির তরুণী খুনে ঘণীভূত রহস্য়! স্বামীর বয়ানেই অসঙ্গতি
- Published by:Debamoy Ghosh
Last Updated:
প্রকাশ কুমার জানিয়েছে, পোশাক কেনার জন্য়ই রাঁচি থেকে কলকাতায় আসছিলেন তাঁরা।
advertisement
1/10

বাগনানে ঝাড়খণ্ডের বাসিন্দা এক তরুণীর খুনের ঘটনায় রহস্য় ক্রমশ গাঢ় হচ্ছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, নিহত তরুণী ঝাড়খণ্ডের জনপ্রিয় ইউটিউব অভিনেত্রী ছিলেন। পাশাপাশি, নিহতের স্বামীর বয়ানেও একাধিক অসঙ্গতি পেয়েছে পুলিশ। তথ্য়- দেবাশিস চক্রবর্তী ও সন্তু মল্লিক।
advertisement
2/10
তদন্তকারীরা জানতে পেরেছেন, নিহত রিয়া কুমারী ঝাড়খণ্ডে ঈশা আলিয়া নামে ইউটিউবে একাধিক মিউজিক অ্য়ালবামে অভিনয় করেছেন। তাঁর স্বামী প্রকাশ কুমারও ইউটিউবের পরিচিত মুখ। দু' জনে ইউটিউবের ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
advertisement
3/10
প্রকাশ কুমারের দাবি অনুযায়ী, রাঁচি থেকে কলকাতা আসার পথে আজ সকালে হাওড়ার বাগনানে জাতীয় সড়কের উপরে গাড়ি থামান তিনি। তখনই তাঁর উপরে চড়াও হয় তিন দুষ্কৃতী। ছিনতাইয়ে বাধা দিতে গেলে দুষ্কৃতীরা রিয়া কুমারীকে লক্ষ্য় করে গুলি চালায়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
advertisement
4/10
যদিও মৃতার স্বামীর এই বয়ানেই অসঙ্গতি পায় পুলিশ। সূত্রের খবর, প্রকাশ কুমারকে ঘটনাস্থলে নিয়ে গেলে ভিন্ন ভিন্ন বয়ান দেয় সে। প্রথমে সে দাবি করে গাড়ির বাইরে রিয়াকে গুলি করে দুষ্কৃতীরা। পরে আবার দাবি করে গাড়ির ভিতরে রিয়াকে গুলি করা হয়েছে।
advertisement
5/10
যদিও মৃতার স্বামীর এই বয়ানেই অসঙ্গতি পায় পুলিশ। সূত্রের খবর, প্রকাশ কুমারকে ঘটনাস্থলে নিয়ে গেলে ভিন্ন ভিন্ন বয়ান দেয় সে। প্রথমে সে দাবি করে গাড়ির বাইরে রিয়াকে গুলি করে দুষ্কৃতীরা। পরে আবার দাবি করে গাড়ির ভিতরে রিয়াকে গুলি করা হয়েছে।
advertisement
6/10
সংবাদমাধ্য়মের সামনে অবশ্য় প্রকাশ কুমার দাবি করেছেন, স্ত্রীর সঙ্গে কারও শত্রুতা থাকলেও থাকতে পারে। গতকাল রাতে স্ত্রীর মোবাইলে বাংলায় মেসেজ এসেছিল বলেও দাবি করেছে মৃতার স্বামী।
advertisement
7/10
প্রকাশ কুমার জানিয়েছে, পোশাক কেনার জন্য়ই রাঁচি থেকে কলকাতায় আসছিলেন তাঁরা। এ দিন ভোর ছ'টা নাগাদ বাগনানের কাছে গাড়ি থামিয়ে শৌচকর্ম করতে যান তিনি। তখনই দুষ্কৃতীরা হামলা চালায়।
advertisement
8/10
প্রকাশের বয়ান অনুযায়ী, গুলিবিদ্ধ স্ত্রীকে নিয়ে প্রায় আড়াই কিলোমিটার গাড়ি চালিয়ে এসে একটি চায়ের দোকানে স্থানীয়দের থেকে সাহায্য় চান। এর পরেই খবর পায় পুলিশ।
advertisement
9/10
অন্য়দিকে মৃতার পরিবারের সূত্রে খবর, রিয়া এবং প্রকাশের মধ্য়ে কোনও অশান্তির কথা তাঁরা জানতেন না। গতকালও কোনও অশান্তি হয়েছিল বলে তাঁরা শোনেননি। ইতিমধ্য়েই ঝাড়খণ্ড থেকে রওনা দিয়েছেন রিয়ার পরিবারের সদস্য়রা।
advertisement
10/10
রিয়া কুমারীর মৃত্য়ু রহস্য় উদঘাটনে মৃতার স্বামীকেই টানা জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। কারণ প্রকাশ কুমারের বয়ান অনুযায়ী, ঘটনার সময় আশেপাশে কেউ ছিলেন না। শুধু গাড়িতে তাঁদের আড়াই বছরের কন্য়াসন্তান ছিল। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bagnan Youtube Star Murder Mystery: ইউটিউবের জনপ্রিয় অভিনেত্রী, বাগনানে রাঁচির তরুণী খুনে ঘণীভূত রহস্য়! স্বামীর বয়ানেই অসঙ্গতি