Jhargram Weather Today: হু হু করে বইছে বাতাস, কনকনে ঠান্ডায় কাঁপছে ঝাড়গ্রাম! কত ডিগ্রিতে নামল তাপমাত্রা জানাল আবহাওয়া দফতর
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Jhargram Weather Today: দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এখন তাপমাত্রার পারদ অনেকটাই নামার পরিপ্রেক্ষিতে ঠান্ডার বেশ ভালই দাপট লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে কনকনে ঠান্ডার আমেজ লাগাতার বজায় রয়েছে ঝাড়গ্রামে।
advertisement
1/5

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এখন তাপমাত্রার পারদ অনেকটাই নামার পরিপ্রেক্ষিতে ঠান্ডার বেশ ভালই দাপট লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে কনকনে ঠান্ডার আমেজ লাগাতার বজায় রয়েছে ঝাড়গ্রামে।
advertisement
2/5
বুধবার সকাল থেকেই ঝাড়গ্রামে উত্তুরে হওয়ার দাপট থাকার ফলে ঠান্ডার মেজাজ বেশ জমজমাট। রীতিমতো কনকনে ঠান্ডায় কাঁপছেন ঝাড়গ্রামের বাসিন্দারা। এছাড়াও হালকা কুয়াশার দাপট রয়েছে বিভিন্ন জায়গায়।
advertisement
3/5
আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বিভিন্ন সংস্থা থেকে জানা যাচ্ছে, বুধবার ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা গতকালকের মতো অর্থাৎ ১৫ ডিগ্রির কাছাকাছি থাকলেও অনুভূতি কিন্তু আজ ১৪ ডিগ্রির মতো। মূলত উত্তুরে খাওয়ার দাপট থাকার কারণে ঠান্ডার অনুভূতি বেড়েছে।
advertisement
4/5
এর পাশাপাশি আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। তবে রোদ ঝলমলে দিনের কারণে অনুভূতি ২৯ ডিগ্রি হতে পারে। ছায়া এলাকায় অনুভূতি ২৭ ডিগ্রি হবে।
advertisement
5/5
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঝাড়গ্রামের জন্য আপাতত কোথাও কোনও রকম সর্তকতা নেই, ঠান্ডার এমন দাপটে আগামী কয়েক দিন কোনরকম পরিবর্তন লক্ষ্য করা যাবে না। একই রকম আবহাওয়া থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Jhargram Weather Today: হু হু করে বইছে বাতাস, কনকনে ঠান্ডায় কাঁপছে ঝাড়গ্রাম! কত ডিগ্রিতে নামল তাপমাত্রা জানাল আবহাওয়া দফতর