Jhargram Weather Today: হাড় কাঁপুনি ঠান্ডা, জুবুথুবু অবস্থা ঝাড়গ্রামে! কত ডিগ্রিতে নামল পারদ, রইল আজকের আবহাওয়ার আপডেট
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Jhargram Weather Today: হাড় কাঁপুনি ঠান্ডায় এখন জুবুথুবু অবস্থা ঝাড়গ্রামের। চলতি বছর শীতের মরশুমের শুরু থেকেই রীতিমতো ঝড়ো ইনিংস দেখা যাচ্ছে জঙ্গলমহলের ঝাড়গ্রাম-সহ বিভিন্ন জেলায়। মঙ্গলবারও তার অন্যথা কিছু হল না।
advertisement
1/5

হাড় কাঁপুনি ঠান্ডায় এখন জুবুথুবু অবস্থা ঝাড়গ্রামের। চলতি বছর শীতের মরশুমের শুরু থেকেই রীতিমতো ঝড়ো ইনিংস দেখা যাচ্ছে জঙ্গলমহলের ঝাড়গ্রাম-সহ বিভিন্ন জেলায়। মঙ্গলবারও তার অন্যথা কিছু হল না।
advertisement
2/5
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। গত সপ্তাহের শেষের দিকে তাপমাত্রার পারদ সামান্য উর্ধ্বমুখী হলেও সোমবার থেকে নতুন করে পারদ নামতে শুরু করেছে। আর তারই ফল পাওয়া গেল মঙ্গলবার।
advertisement
3/5
আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বিভিন্ন সংস্থা থেকে জানা যাচ্ছে, মঙ্গলবার ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা স্থান বিশেষে ৯ থেকে ১০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৩ থেকে ২৪° থাকবে বলে আশা করা হচ্ছে। আর এরই পরিপ্রেক্ষিতে এখন রীতিমতো জুবুথুবু অবস্থা এলাকার বাসিন্দাদের।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত ঝাড়গ্রামে মূলত শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা যাবে। এরই সঙ্গে সঙ্গে থাকবে কুয়াশার দাপট। কুয়াশার দাপটের কারণে দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটার পর্যন্ত হতে পারে।
advertisement
5/5
মঙ্গলবার ঝাড়গ্রামের বিভিন্ন জায়গা যেমন কুয়াশায় ঢাকা ছিল, ঠিক সেই রকমই আবার বেশ কিছু জায়গায় সকাল সকাল রোদের দেখা পাওয়া গিয়েছে। তবে তাপমাত্রার পারদ এতটাই কম যে হাড় কাঁপুনি অবস্থা থেকে রেহাই পাচ্ছেন না বাসিন্দারা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Jhargram Weather Today: হাড় কাঁপুনি ঠান্ডা, জুবুথুবু অবস্থা ঝাড়গ্রামে! কত ডিগ্রিতে নামল পারদ, রইল আজকের আবহাওয়ার আপডেট