TRENDING:

Jhargram Weather Today: বছরের শেষে ধামাক! কনকনে ঠান্ডায় জুবুথবু ঝাড়গ্রাম, কত ডিগ্রিতে নামল জানাল আবহাওয়া দফতর

Last Updated:
Jhargram Weather Today: বছরের শেষে কনকনে ঠান্ডা জঙ্গলমহল ঝাড়গ্রামে, কেমন থাকবে নতুন বছরের আবহাওয়া?
advertisement
1/6
বছরের শেষে ধামাক! কনকনে ঠান্ডায় জুবুথবু ঝাড়গ্রাম, কত ডিগ্রিতে নামল জানাল আবহাওয়া দফতর
হাতে মাত্র আর কয়েক ঘন্টা। শেষ হতে চলেছে ২০২৫। নতুন বছরকে বরণ করতে প্রস্তুত গোটা দেশ। বছর শেষে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। কনকনে ঠান্ডায় জবুথবু জঙ্গলমহল। লেপের তলা থেকে বেরোতেই যেন ভয় পাচ্ছেন সকলেই। বছরের শেষে ব্যাপক ঠান্ডা দুই মেদিনীপুর-সহ জঙ্গলমহল ঝাড়গ্রামে। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
2/6
বছর শেষে কনকনে ঠান্ডায় নাজেহাল বঙ্গবাসী। সবুজে ঘেরা জঙ্গলমহল ঝাড়গ্রামে তাপমাত্রার পারদ নামল ৯.১ ডিগ্রিতে। কোথাও কোথাও সেই তাপমাত্রা সামান্য কম-বেশি। তবে স্থান বিশেষে জঙ্গলমহলে তাপমাত্রা রয়েছে ৯ থেকে ৯.৫ ডিগ্রীর মধ্যে। আর বছর শেষে সকাল থেকে কুয়াশার দাপট রয়েছে বিভিন্ন জায়গায়।
advertisement
3/6
বছরের শেষ মানে ঘুরতে যাওয়ার সময়। মঙ্গলবার সন্ধ্যা থেকেই ব্যাপক কুয়াশা জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের অধিকাংশ জায়গায়। সকাল থেকেও বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা লক্ষ্য করা গিয়েছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের গড় তাপমাত্রা থাকবে ১০ ডিগ্রি আশেপাশে। শুধু তাই নয় থাকবে কুয়াশার দাপটও।
advertisement
4/6
ডিসেম্বর মানেই ঘুরতে যাওয়ার সময়। তবে ডিসেম্বরের শেষ সপ্তাহ জুড়ে যেন ঠান্ডা আবহাওয়া থাবা বসিয়েছে জঙ্গলমহলে। ঝাড়গ্রামের পাশাপাশি সৈকত নগরী দিঘাতেও সকাল থেকে কনকনে ঠান্ডা। এদিন দিঘার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ২২ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪ ডিগ্রি।
advertisement
5/6
আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন, জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের অধিকাংশ জায়গায় ঘন বনাঞ্চল থাকার কারণে আবহাওয়ার বেশি তারতম্য লক্ষ্য করা যায়। ডিসেম্বরের শেষ সপ্তাহ জুড়ে ক্রমশ পারদ নিম্নমুখী হয়েছে জঙ্গলমহল ঝাড়গ্রামে। বছরের শেষ দিন অর্থাৎ বুধবার ঝাড়্গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ১৫-১৭ ডিগ্রির মধ্যে এবং সর্বনিম্ন ৯.১ ডিগ্রি। তবে বছর শেষে কিংবা নতুন বছরের শুরুতে বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানিয়েছে স্থানীয় হাওয়া অফিস।
advertisement
6/6
তবে স্বাভাবিকভাবে কনকনে ঠান্ডায় বেশ জবুথবু সকলে। জঙ্গলমহলে ঘুরতে গিয়েও ঠান্ডার সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে পর্যটকদের। তবে আবহাওয়া অনুকূল থাকায় ব্যাপক ভিড় জমছে পর্যটন কেন্দ্রগুলোতে। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Jhargram Weather Today: বছরের শেষে ধামাক! কনকনে ঠান্ডায় জুবুথবু ঝাড়গ্রাম, কত ডিগ্রিতে নামল জানাল আবহাওয়া দফতর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল