TRENDING:

Jhargram News: দেশে দ্বিতীয়! সর্বভারতীয় বিজ্ঞান প্রতিযোগিতায় ঝাড়গ্রামের স্কুলের অভাবনীয় ফলাফল, গর্বে বুক ভরছে এলাকাবাসীর

Last Updated:
Jhargram News: খাড়বান্ধি এস.সি. উচ্চ বিদ্যালয়ের নজরকাড়া সাফল্য, সর্বভারতীয় বিজ্ঞান প্রতিযোগিতায় দেশের দ্বিতীয় স্থানে বিদ্যালয়।
advertisement
1/5
দেশে দ্বিতীয়! সর্বভারতীয় বিজ্ঞান প্রতিযোগিতায় ঝাড়গ্রামের স্কুলের অভাবনীয় ফলাফল
খাড়বান্ধি এস.সি. উচ্চ বিদ্যালয়ের নজরকাড়া সাফল্য, সর্বভারতীয় বিজ্ঞান প্রতিযোগিতায় দেশের দ্বিতীয় স্থানে বিদ্যালয়। সর্বভারতীয় বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে জেলার নাম উজ্জ্বল করল ঝাড়গ্রামের প্রত্যন্ত এলাকার খাড়বান্ধি এস.সি. উচ্চ বিদ্যালয়।
advertisement
2/5
এটিএল টিঙ্কারিং ল্যাবরেটরির অনুদান পাওয়ার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় সারা দেশের প্রায় আট হাজার বিদ্যালয়কে পিছনে ফেলে ২০২৫ সালে দু'টি বিভাগে সর্বভারতীয় স্তরে দ্বিতীয় স্থান অর্জন করেছে বিদ্যালয়টি। প্রতিযোগিতাটিতে আধুনিক প্রযুক্তিভিত্তিক অগ্নি সতর্ককারী যন্ত্র, ধোঁয়া শনাক্তকারী যন্ত্র, স্বয়ংক্রিয় পথবাতি-সহ মোট ১৪১টি কর্মসূচি ছিল, যার মধ্যে ৭০টি সেন্সর নির্ভর আধুনিক পরীক্ষা অন্তর্ভুক্ত ছিল।
advertisement
3/5
ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের অংশগ্রহণে জমা পড়া সব নম্বর যুক্ত হয় বিদ্যালয়ের মোট স্কোরে। গত অগাস্ট মাস থেকে বিদ্যালয়টি ‘আটালআপ (ATALUP)’ মোবাইল অ্যাপের মাধ্যমে পাঠ্যসম্ভার, ভিডিও, স্থিরচিত্র ও বহুনির্বাচনী প্রশ্ন জমা দিয়ে প্রতিযোগিতার বিভিন্ন ধাপ সম্পন্ন করে।
advertisement
4/5
ব্যক্তিগত র‌্যাঙ্কিংয়েও উজ্জ্বল ফল করেছে খাড়বান্ধি বিদ্যালয়। একাদশ শ্রেণির ছাত্র স্বপন মহাপাত্র সর্বভারতীয় স্তরে তৃতীয়, শিক্ষিকা সুদীপ্তা মাইতি দ্বিতীয় এবং শিক্ষক বিশ্বজিৎ ঘোষ তৃতীয় স্থান অর্জন করেছেন। প্রধান শিক্ষক চঞ্চল পাল সর্বভারতীয়ভাবে ষোড়শ স্থানে অবস্থান করেন। কয়েকজন অভিভাবকও পাঁচ থেকে দশের মধ্যে স্থান পেয়েছেন, যা বিদ্যালয়ের সামগ্রিক সাফল্যকে আরও মজবুত করেছে। ঐতিহাসিক এই সাফল্যে উচ্ছ্বাসে মেতে উঠেছে সমগ্র এলাকা।
advertisement
5/5
প্রধান শিক্ষক চঞ্চল পাল জানান, “ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাতেই এই সাফল্য সম্ভব হয়েছে। ভবিষ্যতে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী শিক্ষা আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।” শিক্ষা মহলে মত, এই সাফল্য গ্রামীণ অঞ্চলে বিজ্ঞানভিত্তিক শিক্ষার প্রসারে নতুন দিগন্তের সূচনা করবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Jhargram News: দেশে দ্বিতীয়! সর্বভারতীয় বিজ্ঞান প্রতিযোগিতায় ঝাড়গ্রামের স্কুলের অভাবনীয় ফলাফল, গর্বে বুক ভরছে এলাকাবাসীর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল