Durga Puja 2025: কোথাও বিষ্ণুর দশাবতার, আবার কোথাও ঋষির তপস্যা! ছবিতে দেখুন ঝাড়গ্রামের সেরা সব পুজোর থিম
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Tanmoy Nandi
Last Updated:
জঙ্গলমহলের দর্শনার্থীদের কাছে খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে ঝাড়গ্রামের ইয়ং ইলেভেন ক্লাবের পুজোর থিম 'তপস্যা গর্ভগৃহ।' পাশাপাশি শারদ উৎসব ক্লাবেই আসলেই মিলছে গোরক্ষনাথ মন্দিরের দর্শন যা নজর কেড়েছে এখানকার অধিবাসীদের।
advertisement
1/6

ঝাড়গ্রামের শারদ উৎসব সার্বজনীন দুর্গোৎসব ক্লাবের এ বছরের থিম উত্তরপ্রদেশের গৌরক্ষনাথ মন্দিরের আদলে প্যান্ডেল। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
2/6
শারদ উৎসব ক্লাবের পুজো এবার বর্ষ ৭৮ তম বর্ষে পদার্পণ করেছে। মন্দির জুড়ে রয়েছে অসম্ভব সুন্দর কারুকার্য।
advertisement
3/6
প্রতিমাতেও রয়েছে চমক, মণ্ডপে রয়েছে বিষ্ণুর দশ রূপের দশ অবতারের রূপ।
advertisement
4/6
ঝাড়গ্রামের ইয়ং ইলেভেন ক্লাবের উদ্যোগে আয়োজিত বাছুরডোবা সর্বজনীন দুর্গাপূজাকে ঘিরে মেতে উঠেছেন জঙ্গলমহলবাসী।
advertisement
5/6
ঝাড়গ্রামের ইয়ং ইলেভেন ক্লাবের দুর্গাপূজা এই বছর ৬৪ তম বর্ষে পদার্পণ করল। পুজোর থিম 'তপস্যা গর্ভগৃহ। 'এই থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে প্রাচীন ঋষির ছবি।
advertisement
6/6
পাহাড়ের চূড়ায় বসে রয়েছেন এক ঋষি। তিনি তপস্যা করছেন। পুজো কমিটির এই থিম দর্শনার্থীদের কাছে খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: কোথাও বিষ্ণুর দশাবতার, আবার কোথাও ঋষির তপস্যা! ছবিতে দেখুন ঝাড়গ্রামের সেরা সব পুজোর থিম