Durga Puja 2024: এক নজরে দক্ষিণ ২৪ পরগণার সেরা পুজো মণ্ডপের দুর্গা প্রতিমা
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Durga Puja 2024: দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানা এলাকার বেশ কয়েকটি সেরা পূজা মণ্ডপের প্রতিমা ছবি।
advertisement
1/6

মধ্য শিবপুর বন্ধু মহল ক্লাবের ৩৪তম বর্ষে থিম কালার থেরাপি। তাঁদের পুজো ৩৪ বছরে পড়েছে। আড়াই লক্ষ ড্রপার দিয়ে মণ্ডপের কাজ হচ্ছে। বিভিন্ন রঙ সমাজের বিভিন্ন দিক নিয়ে কেমন বার্তা দেয়, তা ফুটিয়ে তোলা হয়েছে।
advertisement
2/6
জয়নগরের দক্ষিণ বারাসাতে উত্তর কালিকাপুর পল্লী উন্নয়ন সমিতির ৩১তম বর্ষের থিম- উৎসর্গ । অর্থাৎ গ্রামবাংলার প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। কুলো, ঝোড়া, খড় এই ধরনের বিভিন্ন জিনিসপত্র দিয়েই তৈরি হয়েছে মণ্ডপ তার সাথেই খড় দিয়েই তৈরি হয়েছে প্রতিমা।
advertisement
3/6
দক্ষিণ বারাসাত জোড়া পুল যুব গোষ্ঠীর মহিলাবৃন্দের দুর্গাপুজো ১০তম বর্ষে পড়ল। গ্রামে দুর্গাপূজার না হওয়ায় গ্রামের মহিলারা একত্রিত হয়ে এই পুজো শুরু করে। আজ সেই পুজো দেখতে দেখতে দশ বছরে পা দিয়েছে। এলাকার মহিলারাই পুজোর সব কিছুর আয়োজন করে।
advertisement
4/6
জয়নগর বালক ও ইউনিয়ন সংঘের ৮২তম বর্ষের দুর্গাপুজোর থিম রোমান সাম্রাজ্য। রোমান সাম্রাজ্যে স্থাপত্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে মণ্ডপে। এক ফ্রেমে হারিয়ে যাওয়া কলোসিয়াম থেকে শুরু করে অ্যাম্ফিথিয়েটার- সবই রয়েছে।
advertisement
5/6
জয়নগর সরবেড়িয়া পল্লী উন্নয়ন সমিতির দুর্গা প্রতিমার থিম শিল্পকথা। ৬৬ বছরে পড়ল শিল্পকথা। মাটি দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। মাটির সরা, কুলো, হাতপাখা- সবই রয়েছে মণ্ডপের সজ্জায়।
advertisement
6/6
জয়নগর জয়চন্ডীতলা সর্বজনীন দূর্গা উৎসব কমিটির দুর্গা প্রতিমা এবছরের পুজো ৩১ বছরে পা দিয়েছে তাদের থিম উত্তরাখণ্ডের নীলকণ্ঠ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হচ্ছের কার সাথে মানানসই করে তৈরি হয়েছে প্রতিমা