Janmashtami 2025: জন্মাষ্টমীতে 'এই' বাজারে মিলছে... একবার হলেও ঘুরে আসুন, চোখ ধাঁধিয়ে যাবে আপনার
- Reported by:Dipika Sarkar
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
মাত্র ৫০ টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত, বিভিন্ন দামের গোপাল মিলছে দোকানগুলিতে।
advertisement
1/6

<strong>পশ্চিম বর্ধমান, দীপিকা সরকারঃ</strong> জন্মাষ্টমীতে দুর্গাপুরের বাজার কাঁপাচ্ছে বৃন্দাবন কালেকশন। ৫০ টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত, বিভিন্ন দামের গোপাল মিলছে দোকানগুলিতে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে দুর্গাপুরের বেনাচিতি যেন বৃন্দাবনের বাজার হয়ে উঠেছে। দেখে নিন কী কী মিলছে।
advertisement
2/6
জন্মদিনে আদরের গোপালকে সাজাতে সেই সব কালেকশন কিনতে ঝাঁপিয়ে পড়ছেন ভক্তবৃন্দরা।ব্যবসায়ীদের সূত্রে জানা গিয়েছে, বিগত বছরের তুলনায় এই বছর কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে ক্রেতার সংখ্যা। (ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
3/6
এবছর ব্যাপক হারে বিক্রি বেড়েছে ব্যবসায়ীদের। ছোট থেকে বড় স্টোন ডাস্ট-সহ পিতলের বিভিন্ন সাইজের গোপালের মূর্তির পাশাপাশি মিলছে গোপালের রাজকীয় সাজ সরঞ্জাম। ( ছবি ও তথ্য দীপিকা সরকার)
advertisement
4/6
দোকানে সাজানো বৃন্দাবনের আদলে সুতোর কাজ করা, পাথর ও পুঁথি বসানো, জড়ির কাজ করা নানান রঙ-বেরঙের গোপালের পোশাক। যা দেখে চোখ ধাঁধিয়ে যাওয়ার জোগাড় ক্রেতাদের।( ছবি ও তথ্য দীপিকা সরকার)
advertisement
5/6
এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের রাজকীয় দোলনা, গোপালের বিছানা, বালিশ, মাথার মুকুট, গয়না, বাসনপত্র-সহ আরও কত কী। জন্মাষ্টমী উপলক্ষে শেষ মুহূর্তে সেই সব জিনিস কিনতে ব্যস্ত হয়ে পড়েছেন গৃহিণীরা। (ছবি ও তথ্য: দীপিকা সরকার)
advertisement
6/6
ব্যবসায়ীদের দাবি, দুর্গাপুরে প্রতিষ্ঠিত হয়েছে ইসকন মন্দির। ইসকন মন্দিরে লক্ষাধিক ভক্ত থাকায় জন্মাষ্টমীতে ব্যবসা বেড়েছে দুর্গাপুরের ব্যবসায়ীদের। ক্রেতাদের দাবি দুর্গাপুরে এবার পাওয়া যাচ্ছে বৃন্দাবন কালেকশন। গোপালের দারুন দারুন সারঞ্জাম এসেছে এই বছর। দাম ও সাধ্যের মধ্যে।( ছবি ও তথ্য দীপিকা সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Janmashtami 2025: জন্মাষ্টমীতে 'এই' বাজারে মিলছে... একবার হলেও ঘুরে আসুন, চোখ ধাঁধিয়ে যাবে আপনার