Jamai Sasthi Special Sweet: 'জামাইষষ্ঠী স্পেশাল' মিষ্টি ঝাড়গ্রামে, সাবেকের সঙ্গে ফিউশনেরও রমরমা, দাম কত?
- Reported by:Tanmoy Nandi
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Jamai Sasthi Special Sweet: ঝাড়গ্রামে বাজার মাতাচ্ছে জলভরা সন্দেশ, চকলেট ক্রিম রোল, ম্যাংগো ক্রিম রোল, মধুভরা তালশাস, তৃপ্তি সন্দেশ।
advertisement
1/5

ষষ্ঠীতে জামাইয়ের পাতে ভাল মিষ্টি তুলে দিতে তৈরি হচ্ছে নানান রকমের মিষ্টি। নিউ কুন্ডু সুইটসে মিলেছে জলভরা সন্দেশ, চকলেট ক্রিম রোল, মধুভরা তালশাস, তৃপ্তি সন্দেশ।
advertisement
2/5
ষষ্ঠীতে জামাইয়ের পাতে ভাল মিষ্টি তুলে দিতে তৈরি হচ্ছে নানান রকমের মিষ্টি। জলভরা সন্দেশ, চকলেট ক্রিম রোল, মধুভরা তালশাস, তৃপ্তি সন্দেশ।
advertisement
3/5
জামাই আদরে যেন কোনও খামতি না থাকে তাঁর জন্য ঘরে ঘরে প্রস্তুতি প্রায় সারা। মরশুমি ফল, মিষ্ঠি, বিভিন্ন খাবারের পদে জামাই আদরের অপেক্ষায় শাশুড়িকূল। এই দিনে মিষ্টি আলাদা মাত্রা যোগ করে। শহর থেকে জেলা সর্বত্র বিভিন্ন মুখে জল আনা মিষ্টির পসরা সাজিয়ে তৈরি মিষ্ঠান্ন ভান্ডারগুলিও।
advertisement
4/5
গরম তেল থেকে ভেজে তোলা হচ্ছে সর ভাজা মিষ্ঠান্ন।
advertisement
5/5
জামাই ষষ্ঠী বাঙালিদের উৎসব। ঝাড়গ্রামে নিউ কুন্ডু সুইটসে মিলছে জামাইষষ্ঠী লেখা স্পেশাল সন্দেশের। নিউ কুন্ডু সুইটে মিলছে জামাইষষ্ঠীর জলভরা সন্দেশও।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Jamai Sasthi Special Sweet: 'জামাইষষ্ঠী স্পেশাল' মিষ্টি ঝাড়গ্রামে, সাবেকের সঙ্গে ফিউশনেরও রমরমা, দাম কত?