Jamai Sasthi 2025: জামাইষষ্ঠী চলেই এল! মেয়ে-জামাইকে দিন অভিবন এই উপহার, আনন্দ ধরে রাখা যাবে না
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Jamai Sasthi 2025: ম্যাচিং পাঞ্জাবি আর শাড়িতে ষষ্ঠী হয়ে উঠুক বিশেষ। মেয়ে-জামাইয়ের হাতে উপহারে তুলে দিতে পারেন নতুন ধরনের ফ্যাশনেবেল একই রং এবং একই প্যাটার্নের ম্যাচিং পাঞ্জাবি এবং শাড়ি।
advertisement
1/6

জামাইষষ্ঠীর আগে কী উপহার দেবেন মেয়ে জামাইকে ভাবছেন! তবে এবার অভিনব কিছু দিতেই পারেন।
advertisement
2/6
ম্যাচিং পাঞ্জাবি আর শাড়িতে ষষ্ঠী হয়ে উঠুক বিশেষ। মেয়ে-জামাইয়ের হাতে উপহারে তুলে দিতে পারেন নতুন ধরনের ফ্যাশনেবেল একই রং এবং একই প্যাটার্নের ম্যাচিং পাঞ্জাবি এবং শাড়ি।
advertisement
3/6
ট্রেন্ডিং এই এক রঙের পোশাকেই সাজুক জামাই-বউমার জুটি। সব বয়সের জন্যই রয়েছে বিশেষ কালেকশন।
advertisement
4/6
জেলার জনপ্রিয় বুটিক সায়ন্তী ক্রিয়েশন নিয়ে এসেছে জামাইষষ্ঠী স্পেশ্যাল পাঞ্জাবি ও শাড়ির ম্যাচিং গিফট সেট। যেখানে পাঞ্জাবি শুরু মাত্র ৬০০-৭০০ থেকে থেকে আর নজর কারা শাড়ি মাত্র মিলছে মাত্র ১৫০০ টাকা থেকে।
advertisement
5/6
জামাইষষ্ঠীর আগে তাই ক্রেতাদের ভিড় লেগে আছে এই দোকানে। জামাই মেয়েকে উপহার দেওয়ার জন্য কাস্টোমাইজ ডিজাইনও করে দেওয়া হচ্ছে ক্রেতাদের চাহিদা মতো।
advertisement
6/6
তাই আপনিও এবার জামাইষষ্ঠীর উপহারে ভেবে দেখতে পারেন পছন্দের রঙে। ম্যাচিং জামাই-বউমার পোশাকে জমে যাবে জামাইষষ্ঠী।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Jamai Sasthi 2025: জামাইষষ্ঠী চলেই এল! মেয়ে-জামাইকে দিন অভিবন এই উপহার, আনন্দ ধরে রাখা যাবে না