TRENDING:

Jamai Sasthi 2024 Market Price: জামাইকে কী খাওয়াবেন? বাজারে সবজি-ফলের দাম আগুন! মাছ-মাংসও ছোঁয়া দায়, কত যাচ্ছে দাম?

Last Updated:
Jamai Sasthi 2024 Market Price: জামাইষষ্ঠীর বাজারে দামে আগুন, পকেট পুড়বে আম আদমির। সবজি-ফল-মাছ-মাংসের দাম কত উঠল?
advertisement
1/8
জামাইকে কী খাওয়াবেন? বাজারে সবজি-ফলের দাম আগুন! মাছ-মাংসও ছোঁয়া দায়, কত দাম উঠল?
চলতি সপ্তাহের বুধবার জামাইষষ্ঠী ২০২৪। জামাইষষ্ঠীও যেন বাঙালির কাছে একটা উৎসব। আর জামাইষষ্ঠী মানেই জমিয়ে খাওয়াদাওয়া সঙ্গে আনন্দ, হই হুল্লোড়। বিশেষ দিনে জামাইদের আপ্যায়ন করতে ব্যস্ত থাকেন সকলেই। সেই মতো জামাইষষ্ঠীর আগে ভিড় বাড়তে শুরু করে বাজারে।
advertisement
2/8
সবজি এবং ফলের বাজারে উপচে পড়া ভিড়। তবে বছরের অন্যান্য সময় সবজি বা ফলের দাম যাই থাকুন না কেন, জামাইষষ্ঠীর আগে একট হলেও বৃদ্ধি পায় দাম। তাহলে এবারেও কী দাম বাড়বে?
advertisement
3/8
এখন বাজারে যে সমস্ত ফল বিক্রি হচ্ছে তার দামই বা কত রয়েছে? চলুন এই বিষয়ে ফল বিক্রেতারা কী বলছেন দেখে নেওয়া যাক। পরেশনাথ মুখোপাধ্যায় নামের এক ফল বিক্রেতা বলেন, "আপেল ২০০ টাকা কেজি, আঙুর ১৪০ টাকা কেজি, বেদানা ২০০ টাকা কেজি, আম ৮০ টাকা কেজি, মুসাম্বি লেবু ১৫ টাকা পিস। হিমসাগর আম ৮০ টাকা কেজি। তবে ফলন কম হওয়ার জন্য এবছর জামাইষষ্ঠীতে ১২০ টাকারও বেশি কেজি হতে পারে আম। শুধু আম নয় অন্যান্য ফলের দামও বাড়বে বেশ কিছুটা।"
advertisement
4/8
ফল বিক্রেতাদের কাছে আরও জানা গিয়েছে বাজারে এখন যে দামে ফল বিক্রি হচ্ছে, জামাইষষ্ঠীতে সেই সকল ফলের দাম আরও বেশ কিছুটা বাড়লেও বাড়তে পারে। এছাড়াও লিচু এখন বাজারে ১০০ টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে। কিন্তু জামাইষষ্ঠীর জন্য বাড়তে পারে লিচুর দামও।
advertisement
5/8
ফল বিক্রেতা সিরাজ শেখ বলেন, "এখন লিচু ১০০ টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে। কিন্তু জামাইষষ্ঠীতে এই লিচুর দাম দ্বিগুণ হতে পারে। ১০০ টাকা থেকে দাম বেড়ে ২০০ টাকারও বেশি হতে পারে।"
advertisement
6/8
ফলের বাজারের পাশাপাশি জামাইষষ্ঠীতে সবজি বাজারেও ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিভিন্ন সবজি বাজার ঘুরে সবজি বিক্রেতাদের কাছে জানা গিয়েছে, এখন সবজি বাজারে গাজর বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি হিসেবে, বেগুন ৬০ টাকা, কাঁকরোল, কাঁচা লঙ্কা ৮০ টাকা, ভেন্ডি ২০ টাকা, পটল, বাঁধাকপি ৩০ টাকা, পুঁই শাক ২০ থেকে ২৫ টাকা, ধনেপাতা ২০০ টাকা, আলু ২৮ টাকা, টমেটো ৫০ টাকা কেজি এবং মোচা কুড়ি টাকা প্রতি পিস হিসেবে বিক্রি হচ্ছে।
advertisement
7/8
এছাড়াও সবজি বাজারে বর্তমানে পেঁয়াজ ৩০ টাকা কেজি এবং আদা-রসুন ২০০ টাকা কেজি হিসেবে বিক্রি করা হচ্ছে।
advertisement
8/8
তবে ফল এবং সবজি বিক্রেতাদের মতো জামাইষষ্ঠীতে সকল সবজি এবং ফলের দাম আরও বেশ খানিকটা বাড়বে। দাম বাড়বে মাছ-মাংসেরও। একেই গরমের জেরে নাজেহাল সকলেই, তারপর জামাইষষ্ঠীর জন্য অধিক ব্যয়ে বাজার করতেও রীতিমতো হিমশিম খেতে হবে বহু মানুষকে। (রিপোর্টার-- বনোয়ারীলাল চৌধুরী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Jamai Sasthi 2024 Market Price: জামাইকে কী খাওয়াবেন? বাজারে সবজি-ফলের দাম আগুন! মাছ-মাংসও ছোঁয়া দায়, কত যাচ্ছে দাম?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল