TRENDING:

Jagganath Mandir: কথা দিযেছিলেন মমতা, এবার ঘরে বসেই দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ! কী এল প্যাকেটে ভরে?

Last Updated:
মন্দির উদ্বোধনের সময়েই জানা গিয়েছিল দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে প্রতিটি রাজ্যবাসীর কাছে জগন্নাথ মন্দিরের ছবি এবং প্রসাদ পৌঁছে যাবে। প্রতিটি রাজ্যবাসীর কাছে এই মিষ্টি পৌঁছে দেওয়া হবে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
advertisement
1/5
কথা দিযেছিলেন মমতা, এবার ঘরে বসেই দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ! কী এল প্যাকেটে ভরে?
দিঘায় উদ্বোধন হয়েছে জগন্নাথ দেব মন্দিরের। গত ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দ্বারোদঘাটন হয় দিঘার জগন্নাথ মন্দিরের।
advertisement
2/5
ওই সময় প্রাণপ্রতিষ্ঠা হয় রাধাকৃষ্ণের মূর্তিতেও। এরপর বেলা ৩টের কিছুক্ষণ পরে মুখ্যমন্ত্রীর হাত ধরে দ্বারোদঘাটন হয়।
advertisement
3/5
৩০ এপ্রিল সকাল ১১টা ১০ মিনিট থেকে সাড়ে ১১টার মধ্যে নিমকাঠের তৈরি জগন্নাথের মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা হয়। ওই সময়ই ছিল প্রাণপ্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণ। ওই ২০ মিনিটের মধ্যে বন্ধ দরজার মধ্যে মন্দিরের প্রধান সেবায়েত রাজেশ দয়িতাপতির পৌরোহিত্যে প্রাণপ্রতিষ্ঠা প্রক্রিয়া সম্পন্ন করেন। দেবতার সর্বাঙ্গে কুশ স্পর্শ করানো হয়।
advertisement
4/5
এরপরেই রাজ্যের বিভিন্ন জায়গায় পৌঁছতে শুরু করে জগন্নাথ ধাম উপলক্ষে মিষ্টি। রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয় মিষ্টি পৌঁছে দেওয়ার কাজ।
advertisement
5/5
তেমন দৃশ্যই দেখা গেল দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে। সেখানে রাজারহাট-গোপালপুর অঞ্চলের বিধায়ক অদিতি মুন্সীর শুভেচ্ছা-সহ প্রতিটি বাড়িতে পৌঁছল জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে খাজা আর গজা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Jagganath Mandir: কথা দিযেছিলেন মমতা, এবার ঘরে বসেই দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ! কী এল প্যাকেটে ভরে?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল