Digha Jagannath Temple: ৪০০ কেজির ফুলে পুষ্পাভিষেক! ফুলে ঢাকা দিঘা জগন্নাথ মন্দির ম ম করল অপূর্ব সুবাসে
- Reported by:Madan Maity
- local18
- Published by:Satabdi Adhikary
Last Updated:
দিঘার নতুন জগন্নাথ মন্দিরের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। পয়লা জানুয়ারিতে এক লক্ষেরও বেশি ভক্তের সমাগম হয়েছে বলে দাবি মন্দির কর্তৃপক্ষের। ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে প্রশাসনকে। ভক্তসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে প্রসাদের চাহিদাও বেড়েছে। শনিবারের পুষ্প অভিষেককে কেন্দ্র করে উপচে পড়া ভিড় সামাল দিতে প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
advertisement
1/6

৪০০ কেজি ফুলে ঢাকা পড়তে চলেছে দিঘা জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেব ও রাধামাধব। পুষ্প অভিষেককে কেন্দ্র করে জগন্নাথ মন্দিরে এখন সাজো সাজো রব। ১ জানুয়ারিতে ভক্তসমাগমের রেকর্ড ভাঙার পর ফের শাস্ত্রীয় আচার ও পুষ্পবৃষ্টির সাক্ষী হতে চলেছেন ভক্তরা। শনিবার দিঘার জগন্নাথ মন্দিরে ধুমধাম করে পালিত হবে জগন্নাথ, বলভদ্র ও শুভদ্রা দেবীর পবিত্র পুষ্প অভিষেক উৎসব।
advertisement
2/6
মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকেই শুরু হবে পুষ্প অভিষেক উপলক্ষে বিশেষ পুজো, শাস্ত্র পাঠ ও ধর্মীয় অনুষ্ঠান। দিনভর মন্দির চত্বরে চলবে ভজন ও কীর্তন। ভক্তদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে উঠেছে গোটা মন্দির প্রাঙ্গণ। বিকেল সাড়ে চারটে থেকে শুরু হবে মূল পর্বের প্রস্তুতি এবং বিকেল পাঁচটা নাগাদ শুরু হবে পুষ্প অভিষেকের প্রধান অনুষ্ঠান।
advertisement
3/6
ইতিমধ্যেই দিঘা জগন্নাথ মন্দিরে আনা হয়েছে বিভিন্ন ধরনের ৪০০ কেজিরও বেশি ফুল। ভোগমণ্ডপ সম্পূর্ণভাবে ফুলে ঢেকে গিয়েছে। রঙিন ফুলে সাজানো হচ্ছে মন্দির চত্বর ও গর্ভগৃহ। ফুল দিয়ে সাজানো হবে তিন দেবতার বিগ্রহ। ফুলের সুবাসে ভরে উঠছে গোটা মন্দির চত্বর।
advertisement
4/6
দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টি কমিটির অন্যতম রাধারমন দাস জানান, গত জুন মাসে দুধ, দই, ঘি ও মধু-সহ পঞ্চতত্ত্ব দিয়ে মহাপ্রভুর স্নানযাত্রা বা অভিষেক অনুষ্ঠিত হয়েছিল। তবে এবার সম্পূর্ণ ভিন্ন রীতিতে হবে পুষ্প অভিষেক। ভক্তদের নিবেদিত ফুল দিয়েই বিশেষ ঝরনাধারার মাধ্যমে তিন দেবতার উপর পুষ্পবৃষ্টি করা হবে।
advertisement
5/6
পুষ্প অভিষেক উপলক্ষে শনিবার সকাল থেকেই দিঘা জগন্নাথ মন্দিরে ভক্তদের ঢল নামতে শুরু করেছে। বছরের প্রথম সপ্তাহান্তের ছুটিকে কেন্দ্র করে ভিড় আরও বাড়তে পারে বলে অনুমান। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে মন্দির চত্বর ও আশপাশের এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
advertisement
6/6
দিঘার নতুন জগন্নাথ মন্দিরের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। পয়লা জানুয়ারিতে এক লক্ষেরও বেশি ভক্তের সমাগম হয়েছে বলে দাবি মন্দির কর্তৃপক্ষের। ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে প্রশাসনকে। ভক্তসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে প্রসাদের চাহিদাও বেড়েছে। শনিবারের পুষ্প অভিষেককে কেন্দ্র করে উপচে পড়া ভিড় সামাল দিতে প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha Jagannath Temple: ৪০০ কেজির ফুলে পুষ্পাভিষেক! ফুলে ঢাকা দিঘা জগন্নাথ মন্দির ম ম করল অপূর্ব সুবাসে