Jagadhatri Puja 2023: দুর্গাপুজোর পরেই চন্দননগর-কৃষ্ণনগর মেতে উঠবে জগদ্ধাত্রী পুজোয়, জেনে নিন পুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
Jagadhatri Puja 2023: একদিনেই তিনদিনের পুজো করা হয় কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয়। জেনে নিন নির্ঘণ্ট...
advertisement
1/7

*দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলেও কৃষ্ণনগরবাসীর কাছে জগদ্ধাত্রী পুজোই মূল আকর্ষণ। দুর্গাপুজোর দশমীর দিনের পরেও তুলনামূলকভাবে সেই অর্থে বিষাদের সুর লক্ষ্য করা যায় না নদিয়ায়। তার কারণ দুর্গাপুজোর একমাস পরেই শুরু হয়ে যায় কৃষ্ণনগরের শ্রেষ্ঠ উৎসব জগদ্ধাত্রী পুজো। ফাইল ছবি।
advertisement
2/7
*পশ্চিমবঙ্গের হুগলি এবং নদিয়ায় পুজোর উন্মাদনা বিশেষভাবে লক্ষ্য করা যায়। হুগলির চন্দননগর এবং নদিয়ার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো পালন করা হয় মহা ধুমধামে। ফাইল ছবি।
advertisement
3/7
*হুগলির চন্দননগরে চারদিন ধরে পুজো হলেও নদিয়ার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো হয় একদিনই। মূলত নবমীর দিনই কৃষ্ণনগরের বেশিরভাগ জগদ্ধাত্রী পুজো করা হয়ে থাকে। ফাইল ছবি।
advertisement
4/7
*এ বছর কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো শুরু হবে ২১ নভেম্বর, মঙ্গলবার। বাংলা মাস অনুযায়ী, অগ্রহায়ণ মাসের চার তারিখে। বাংলা পঞ্জিকা অনুসারে, অক্ষয় নবমী ব্রত। তবে নবমীর দিন কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো শুরু হলেও ওই একই দিনেই দেবীর সপ্তমী এবং অষ্টমীর পুজো সম্পন্ন করা হয় ভক্তি সহকারে। ফাইল ছবি।
advertisement
5/7
*কৃষ্ণনগরের অন্যতম জাগ্রত ও জনপ্রিয় চাষা পাড়া বারোয়ারির বুড়িমা। কাতারে কাতারে লোক জগদ্ধাত্রী পুজোর সময় ভিড় করেন বুড়িমার দর্শন করার জন্য। ফাইল ছবি।
advertisement
6/7
*চাষাপাড়া বারোয়ারি পুজো কমিটির সম্পাদক গৌতম ঘোষ জানান, "মূলত দূর্গা পুজোর দশমীর দিনেই পাট পুজোর মাধ্যমে বুড়িমার মূর্তি গড়ার কাজ শুরু করে থাকেন তারা। যদিও বিভিন্ন পূজো কমিটি এবং ক্লাব বারোয়ারির পাট পুজো করার বিভিন্ন নিয়ম, সময় নির্ঘণ্টও রয়েছে। এ বছর বুড়িমার পুজো পদার্পণ করতে চলেছে ২৫১ তম বছরে।" ফাইল ছবি।
advertisement
7/7
*বাঙালি অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো মিটে গেলেও কৃষ্ণনগরবাসীর উন্মাদনা কিন্তু চলতে থাকবে গোটা মাস জুড়ে। দশমীর দিন থেকেই জগদ্ধাত্রী পুজোর দিন গোনা শুরু করে আপামোর জেলাবাসী। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Jagadhatri Puja 2023: দুর্গাপুজোর পরেই চন্দননগর-কৃষ্ণনগর মেতে উঠবে জগদ্ধাত্রী পুজোয়, জেনে নিন পুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট