TRENDING:

Jagadhatri Puja 2021|| জগদ্ধাত্রী পুজোয় রাতে ঠাকুর দেখায় ছাড়, চন্দননগর ও কৃষ্ণনগরবাসীকে মুখ্যমন্ত্রীর উপহার

Last Updated:
Jagadhatri puja 2021 night restrictions relaxed: জগদ্ধাত্রী পুজোর দু'দিন (মহাষ্টমী ও মহানবমী) অর্থাৎ ১২ এবং ১৩ নভেম্বর রাত্রিকালীন বিধিনিষেধ শিথিল করল রাজ্য সরকার। শুধুমাত্র নদিয়া এবং হুগলিতে সেই বিধিনিষেধ কার্যকর করা হবে।
advertisement
1/8
জগদ্ধাত্রী পুজোয় রাতে ঠাকুর দেখায় ছাড়, চন্দননগর ও কৃষ্ণনগরবাসীকে উপহার
*জগদ্ধাত্রী পুজোর দু'দিন (মহাষ্টমী ও মহানবমী) অর্থাৎ ১২ এবং ১৩ নভেম্বর রাত্রিকালীন বিধিনিষেধ শিথিল করল রাজ্য সরকার। শুধুমাত্র নদিয়া এবং হুগলিতে সেই বিধিনিষেধ কার্যকর করা হবে। অন্যান্য জেলার ক্ষেত্রে অন্যত্র রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বিধিনিষেধ থাকবে। সংগৃহীত ছবি। 
advertisement
2/8
*আজ মঙ্গলবার নবান্ন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে আগামী ১২ নভেম্বর (শুক্রবার) এবং ১৩ নভেম্বর (শনিবার) হুগলি এবং নদিয়ায় রাত্রিকালীন বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। সংগৃহীত ছবি। 
advertisement
3/8
*এই দু'দিন রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত রাস্তায় বেরোনো বা গাড়ি চলাচলে কোনও বিধিনিষেধ থাকছে না। তবে, বাকি জেলাগুলিতে যেমন বিধিনিষেধ আছে, তেমনই বজায় থাকবে। সংগৃহীত ছবি। 
advertisement
4/8
*উল্লেখ্য, দুর্গাপুজো, কালীপুজো এবং ছটপুজোয় নাইট কার্ফু শিথিল করেছে রাজ্য। কিন্তু জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রে সেরকম কোনও শিথিলতা ছিল না। তা নিয়ে হুগলি এবং নদিয়াবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছিল। সংগৃহীত ছবি। 
advertisement
5/8
*সেই অসন্তোষের মধ্যেই বড় উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, জগদ্ধাত্রী পুজোর দু'দিন (মহাষ্টমী ও মহানবমী) রাত্রিকালীন বিধিনিষেধ থাকবে না। সংগৃহীত ছবি। 
advertisement
6/8
*চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, এ বারে চন্দননগরে ১৩২টি এবং ভদ্রেশ্বরে ৬৩টি জগদ্ধাত্রী পুজোর অনুমতি দেওয়া হয়েছে। চন্দননগর এবং ভদ্রেশ্বরে ‘নো এন্ট্রির’ পাশাপাশি করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ জারি থাকবে। সংগৃহীত ছবি। 
advertisement
7/8
*তবে নদিয়ার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্যশালী সাং প্রথা এবং প্রতিমা রাজবাড়ি  নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা নিয়ে এখনও ক্ষোভ জারি রয়েছে শহরের বাসিন্দাদের মধ্যে। কারণ, প্রশাসনের তরফে নবদ্বীপে সাং প্রথাকে ছাড় দেওয়া হলেও, জগদ্ধাত্রী পুজোয় তাতে নিধেধাজ্ঞা জারি করা হয়েছে। শহরের ঐতিহ্য বজায় রাখতে এই মর্মে শহরবাসী মঙ্গলবার সন্ধ্যায় শহরে র একেবারে প্রাণকেন্দ্রে জমায়েতের ডাক দিয়েছেন। সংগৃহীত ছবি। 
advertisement
8/8
*প্রসঙ্গত, এই বছর কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী ‘বুড়িমা’-র অঞ্জলি হবে অনলাইনেই। এই বছর ২৪৯ বছরে পা দিল এই পুজো। প্রতি বছর প্রাচীন এই শহরে ৩০০-রও বেশি পুজো হয় প্রতি বছর। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Jagadhatri Puja 2021|| জগদ্ধাত্রী পুজোয় রাতে ঠাকুর দেখায় ছাড়, চন্দননগর ও কৃষ্ণনগরবাসীকে মুখ্যমন্ত্রীর উপহার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল