TRENDING:

Jagaddhatri Puja 2025 : গুনে গুনে শেষ করতে পারবেন না, জগদ্ধাত্রী পুজোয় অশোকনগরে 'ধামাকা'! আপনার জন্য রইল গাইডম্যাপ

Last Updated:
Jagaddhatri Puja 2025 : দুর্গাপুজো কালীপুজো শেষে এবার পালা জগদ্ধাত্রীর। চন্দননগর কৃষ্ণনগরের পর দর্শনার্থীদের ভিড় সামাল দিতে প্রস্তুতি অশোকনগর কল্যাণগড়েও।
advertisement
1/7
অশোকনগরে ৫৩ টা জগদ্ধাত্রী পুজো, পকেটে গাইডম্যাপ নিয়ে বেরোন, নাহলে মাঝরাস্তায় ফাঁসবেন
দুর্গা পুজো ও কালীপুজো পরবর্তী সময়ে জেলায় জগদ্ধাত্রী পুজোকে ঘিরে আনন্দে মেতে ওঠে অশোকনগর কল্যাণগড়। প্রতি বছরের মতো এবছরও এলাকাজুড়ে হচ্ছে একাধিক জগদ্ধাত্রী পুজো। দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এদিন তাই অশোকনগর পৌরসভায় অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। <strong>(ছবি ও তথ্য - রুদ্র নারায়ণ রায়)</strong>
advertisement
2/7
বৈঠকে উপস্থিত ছিলেন বারাসাত সদর মহকুমা শাসক, অশোকনগর কল্যাণগড়ের বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতি নারায়ন গোস্বামী, বারাসাত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস, হাবড়া মহকুমা পুলিশ আধিকারিক, পৌর প্রধান, অশোকনগর থানা, ট্রাফিক, দমকল বিভাগ সহ বিদ্যুৎ দফতরের প্রতিনিধিরা, কাউন্সিলর ও সমস্ত পুজো কমিটির সদস্যরা
advertisement
3/7
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, অশোকনগর কল্যাণগড়ে এবছর ছোট-বড় মিলিয়ে প্রায় ৫৩টি জগদ্ধাত্রী পুজো হচ্ছে, যার মধ্যে প্রায় ১৭টি বিগ বাজেটের পুজো। প্রতি বছর জেলার বিভিন্ন প্রান্ত এমনকি পার্শ্ববর্তী জেলা থেকেও লক্ষাধিক মানুষ আসেন প্রতিমা দর্শনে। সংকীর্ণ রাস্তা ও জনসমাগমের কথা মাথায় রেখে নিরাপত্তা ও যান নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।
advertisement
4/7
এদিনের বৈঠক থেকেই প্রকাশ করা হয় এবারের জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপ, যা দর্শনার্থীদের চলাচলে সাহায্য করবে বলে জানানো হয়। যানজট এড়াতে পুজোর দিনগুলিতে চারচাকা গাড়ি নির্দিষ্ট এলাকার মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না। পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন থাকবে পুলিশকর্মী ও ট্রাফিক আধিকারিকরা।
advertisement
5/7
অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস জানান, বারাসাতের কালীপুজোয় যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল, অশোকনগর কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজোতেও একই ধরনের নিরাপত্তা রাখা হবে। সিসিটিভি নজরদারি, ড্রোন ক্যামেরা এবং সাদা পোশাকের পুলিশ ছাড়াও মহিলাদের নিরাপত্তার জন্য পিংক পুলিশ উইনারস টিম রাখা থাকবে
advertisement
6/7
বিধায়ক নারায়ন গোস্বামী বৈঠকে জানান, চন্দননগর বা কৃষ্ণনগরের থেকে কোন অংশে কম নয় কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজো। তাই আলোর উৎসবে যাতে কোনও দুর্ঘটনা বা বিশৃঙ্খলা না ঘটে, তার জন্য প্রশাসন ও পুজো কমিটিগুলিকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও প্রস্তাব দেন, দর্শনার্থীদের সুবিধার জন্য পৌরসভার পক্ষ থেকে বায়ো-টয়লেটের ব্যবস্থা করা হোক। পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার পুজো কমিটিগুলিকে সতর্ক করেন অতিরিক্ত সাউন্ড সিস্টেম বা ডিজে ব্যবহারের ক্ষেত্রে। বৈঠকের শেষে প্রশাসনিক কর্তারা কল্যাণগড় এলাকার বিভিন্ন পুজোমণ্ডপ পরিদর্শন করেন এবং নিরাপত্তার বিষয়গুলি খতিয়ে দেখেন
advertisement
7/7
সব মিলিয়ে এবারের জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় তৎপর বারাসাত জেলা প্রশাসন। প্রশাসনের আশা, উপযুক্ত প্রস্তুতির ফলে শান্তিপূর্ণভাবেই কাটবে অশোকনগর কল্যাণগড়ের আলোর উৎসব। <strong>(ছবি ও তথ্য - রুদ্র নারায়ণ রায়)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Jagaddhatri Puja 2025 : গুনে গুনে শেষ করতে পারবেন না, জগদ্ধাত্রী পুজোয় অশোকনগরে 'ধামাকা'! আপনার জন্য রইল গাইডম্যাপ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল