Jagaddhatri Puja 2024: জগদ্ধাত্রী পুজোর মঙ্গল-ঘট বিসর্জনে কৃষ্ণনগরে শয়ে শয়ে মানুষ পথে নামলেন!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Jagaddhatri Puja 2024: জগদ্ধাত্রী পুজোর মঙ্গল-ঘট বিসর্জনে মানুষের ঢল রাস্তায়! দেখুন বিশেষ ছবি
advertisement
1/6

জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জনকে কেন্দ্র করে জনজোয়ারের ভাসল নদিয়ার কৃষ্ণনগর। এই বছর জগদ্ধাত্রী পুজোয় কার্যত বাঁধভাঙ্গা মানুষের সমাগম ঘটল কৃষ্ণনগর শহরের বুকে। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
ঘট বিসর্জন উপলক্ষে এই দিনও তার কোনও খামতি লক্ষ্য করা গেল না। দুপুর দিকে অগণিত উৎসাহী মানুষজন ভিড় জমাতে থাকেন শহরের বুকে।
advertisement
3/6
পাশাপাশি পুজো বারোয়ারি কমিটিগুলো পুজোর ঘট নিয়ে রকমারি বাজনা সহকারে ও সুসজ্জিত শোভাযাত্রার মাধ্যমে নিরঞ্জন ঘাটের দিকে এগোতে শুরু করে।
advertisement
4/6
জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জনের শোভাযাত্রা কৃষ্ণনগরের একটি প্রাচীন ঐতিহ্যবাহী প্রথা হিসেবে প্রচলিত রয়েছে আদি কাল থেকে।
advertisement
5/6
প্রতিবছরের মত এই বছরেও সোমবার বেলার দিকে স্থানীয় পুজো বারোয়ারী কমিটির সদস্যরা তাদের সুসজ্জিত ঘট বিসর্জন শোভা যাত্রায় অংশগ্রহণ করে।
advertisement
6/6
পাশাপাশি শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায় দূর দূরান্ত থেকে আগত উৎসাহী দর্শনার্থীদের। প্রশাসনের নির্দেশ মতো শোভাযাত্রাগুলি শহরের নির্দিষ্ট পথ ধরে প্রদক্ষিণ করার পর জলঙ্গী নদীর দিকে অগ্রসর হয়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Jagaddhatri Puja 2024: জগদ্ধাত্রী পুজোর মঙ্গল-ঘট বিসর্জনে কৃষ্ণনগরে শয়ে শয়ে মানুষ পথে নামলেন!