TRENDING:

সংসারের শান্তি বজায় রাখতে বাড়িতে বাড়িতে ইতু লক্ষ্মী ব্রত 

Last Updated:
অগ্রহায়ণ মাসে পূজিতা হন ইতু লক্ষ্মী।
advertisement
1/6
সংসারের শান্তি বজায় রাখতে বাড়িতে বাড়িতে ইতু লক্ষ্মী ব্রত 
কার্তিক সংক্রান্তির দিন পাতা হয় ইতুর ঘট। মাটির সরার মধ্যে মাটি দিয়ে ঘট বসনো হয়। তুলসী তলায় এই ইতুর ঘট রাখা হয়। অনেকে আবার ঠাকুর ঘরে রাখেন ইতুর ঘট। তারপর এক মাস ধরে ইতুর ঘটে জল দেন মহিলারা।
advertisement
2/6
সরাতে দেওয়া হয় পাঁচ কলাই। মাটিতে পঞ্চশস্য ছড়িয়ে দেয় অনেকে। এর থেকে বের হতে ছোট ছোট গাছ। ঘটে দেওয়া হয় জল। এরপর অগ্রহায়ণ মাস ব্যাপী প্রতি রবিবার ইতুর ব্রত পালন করা হয়।
advertisement
3/6
অগ্রহায়ণ মাসে চারটে রবিরার ইতু লক্ষ্মীর ব্রত পালন করেন মহিলারা। এরপর শেষ রবিবার লক্ষ্মীর ব্রত উদযাপন করা হয় ফল ফুল মিষ্টি ভোগ দিয়ে।
advertisement
4/6
অগ্রহায়ণ সংক্রান্তির দিন ইতুর ব্রত পালন করে গঙ্গা বা পুকুরে ইতুর ঘট ভাসিয়ে দেওয়া হয়। আমাদের রাজ্যে মূলত মেয়েরাই ইতু পুজো বা ব্রত করে থাকেন।
advertisement
5/6
এই পুজো বিবাহিত ও অবিবাহিত মেয়েরা করতে পারেন। সংসারের শান্তি বজায় রাখতে এই ব্রত রাখা হয়। প্রতি রবিবার পালিত হয় ইতু লক্ষ্মী পুজো।
advertisement
6/6
ঘটে জল দেওয়ার পর খাদ্যগ্রহণ করেন মহিলারা। সাধারণত নিরামিষ খান একদিন সকলেই। এই পুজো করলে মা লক্ষ্মী সন্তুষ্টি বোধ করে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
সংসারের শান্তি বজায় রাখতে বাড়িতে বাড়িতে ইতু লক্ষ্মী ব্রত 
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল