Kumbh Mela: মহাকুম্ভে যাওয়ার প্ল্যান? ট্রেন পেয়ে গেলেও থাকবেন কোথায়? বিরাট ব্যবস্থা করেছে IRCTC, না জানলেই মিস!
- Reported by:Nayan Ghosh
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Kumbh Mela: ত্রিবেণী সঙ্গম থেকে ৩.৫ কিলোমিটার দূরত্বে তৈরি করা হয়েছে পুণ্যার্থীদের রাত্রিবাসের এই বিশেষ জায়গাটি।
advertisement
1/6

১২ বছরে মাত্র একবার আয়োজন করা হয় মহাকুম্ভের। আগামী জানুয়ারি মাসে শুরু হবে মহাকুম্ভ। প্রয়াগরাজে আগামী ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মহাকুম্ভ মেলা। হবে শাহী স্নান। দেশ-বিদেশ থেকে পুণ্যার্থীরা পূণ্য অর্জনের আশায় ছুটে আসবেন এখানে।
advertisement
2/6
কুম্ভমেলা যাওয়ার জন্য ইতিমধ্যেই ভারতীয় রেলের তরফ থেকে একাধিক বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু মহাকুম্ভ গিয়ে থাকবেন কোথায়? এই চিন্তা অনেকেরই রয়েছে। তবে তার জন্য বিশেষ ব্যবস্থা করেছে আইআরসিটিসি। ব্যবস্থা করা হয়েছে মহাকুম্ভ গ্রাম অর্থাৎ আইআরসিটিসি টেন্ট সিটির।
advertisement
3/6
ইতিমধ্যেই এই টেন্ট সিটির ব্যবস্থা করে ফেলেছে আইআরসিটিসি। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম থেকে ৩.৫ কিলোমিটার দূরত্বে তৈরি করা হয়েছে পুণ্যার্থী এবং পর্যটকদের রাত্রিবাসের এই বিশেষ জায়গাটি। যেখানে থাকলে পর্যটকরা তো সব সুবিধা পাবেনই, একইসঙ্গে ত্রিবেণী সঙ্গমে স্নান করা আরও সহজ হবে।
advertisement
4/6
এখানে থাকছে সুপার ডিলাক্স টেন্ট, ভিলা টেন্ট। যেখানে আধুনিক জীবনযাপনের সমস্ত রকম সুযোগ-সুবিধা থাকছে ২৪ ঘণ্টা থাকবে গরম জল এবং ঠান্ডা জলের ব্যবস্থা। এছাড়াও ভিলা টেন্টে যারা থাকবেন, তাদের সময় কাটানোর জন্য টেলিভিশন এবং বিশেষ সোফাও থাকবে। টেন্ট বুক করলে ভাড়া সঙ্গে পেয়ে যাবেন সমস্ত খাওয়া-দাওয়া।
advertisement
5/6
অতিথিদের নিরাপত্তাও সুনিশ্চিত করা হয়েছে এখানে। কার্যত সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে এলাকাটি। আপনি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট (www.irctc.co.in) থেকে মহাকুম্ভের আইআরসিটিসি টেন্ট বুক করতে পারবেন। এছাড়াও www.irctctourism.com/mahakumbhgram লিঙ্কে ক্লিক করলে সরাসরি পৌঁছে যাবেন বুকিং পেজে।
advertisement
6/6
আইআরসিটিসি ওয়েবসাইট ছাড়াও মেক মাই ট্রিপ এবং GoIbibo থেকে আপনার টেন্ট বুক করতে পারবেন। তবে এই ট্রাভেল ওয়েবসাইটগুলি থেকে বুক করতে হলে আপনাকে কিছুটা অপেক্ষা করতে হবে। খুব শীঘ্রই এখান থেকেও শুরু হয়ে যাবে টিকিট বুকিং। পাশাপাশি আপনার টেন্ট বুকিং নিয়ে যদি কোনও সমস্যা হয় বা প্রশ্ন থাকে, তাহলে যোগাযোগ করতে পারেন 8076025236 নম্বরে। আইআরসিটিসি সাপোর্ট টিম আপনাকে সবরকম সহযোগিতা করবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kumbh Mela: মহাকুম্ভে যাওয়ার প্ল্যান? ট্রেন পেয়ে গেলেও থাকবেন কোথায়? বিরাট ব্যবস্থা করেছে IRCTC, না জানলেই মিস!