Indian Railways: তিরুনেলভেলি–পুরুলিয়া এক্সপ্রেসের নতুন রূপ! বাড়ছে কোচ, এসি এবং নন এসি সব সুবিধাই এবার সহজেই
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Indian Railways: তিরুনেলভেলি–পুরুলিয়া এক্সপ্রেসের নতুন রূপ! বাড়ছে কোচ, মিলবে আরও দ্রুত ও আরামদায়ক যাত্রা
advertisement
1/5

পুরুলিয়া: নতুন বছরের শুরুতেই রেল যাত্রীদের জন্য সুখবর। দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ দীর্ঘ দূরত্বের ট্রেন তিরুনেলভেলি-পুরুলিয়া এক্সপ্রেস একেবারে নতুন সাজে সেজে উঠছে। যাত্রীসেবার মান বাড়াতে ইংরেজি নতুন বছরের শুরুতেই ট্রেনটিতে যুক্ত হচ্ছে আধুনিক প্রযুক্তি, বাড়ছে কোচের সংখ্যা, গতি ও আরামদায়ক সুবিধা। ফলে যাত্রীদের ভ্রমণ হবে আগের তুলনায় আরও দ্রুত ও স্বস্তিদায়ক।
advertisement
2/5
দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানিয়েছেন, “তিরুনেলভেলি–পুরুলিয়া–তিরুনেলভেলি এক্সপ্রেসের পুরনো ICF রেকের পরিবর্তে আধুনিক LHB রেক চালু করা হচ্ছে। এই নতুন রেক চালু হবে আগামী ১০ জানুয়ারি ২০২৬ থেকে।"
advertisement
3/5
নতুন LHB রেক যুক্ত হওয়ায় ট্রেনটির সামগ্রিক চেহারাই বদলে যাবে। মোট ১৭টি কোচ নিয়ে চলবে এই এক্সপ্রেস, যার মধ্যে থাকবে উপযুক্ত সংখ্যায় এসি কোচ, স্লিপার কোচ ও সাধারণ শ্রেণীর কোচ। এই LHB কোচগুলো তৈরিতে ব্যবহৃত হচ্ছে উন্নত প্রযুক্তি, যা ট্রেনকে আগের তুলনায় আরও দ্রুত, নিরাপদ ও স্থিতিশীল করবে।
advertisement
4/5
LHB কোচে ভ্রমণের সময় কম শব্দ ও কম কম্পন অনুভূত হয়, ফলে দীর্ঘ দূরত্বের যাত্রা হবে আরও স্বস্তিদায়ক ও নিশ্চিন্ত। নতুন এই রেকের অন্যতম বৈশিষ্ট্য হল এর উন্নত নিরাপত্তা ব্যবস্থা। দুর্ঘটনার সময় এই কোচগুলোতে আঘাতের প্রভাব কম পড়বে, ফলে যাত্রীদের সুরক্ষা আরও বাড়বে। এছাড়াও প্রতিটি কোচে থাকবে উন্নত আলো, প্রশস্ত জানালা, আধুনিক সিট ও আরও উন্নত সাসপেনশন ব্যবস্থা, যা ভ্রমণকে করে তুলবে এক নতুন অভিজ্ঞতা।
advertisement
5/5
নতুন LHB রেক চালুর মাধ্যমে দক্ষিণ ভারতের এই দীর্ঘ দূরত্বের ট্রেনটি হয়ে উঠবে আরও দ্রুত, আধুনিক ও যাত্রীবান্ধব। গুরুত্বপূর্ণ এই যাত্রী পরিষেবার মধ্য দিয়ে এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে ভারতীয় রেল। Input- Shantonu Das
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Indian Railways: তিরুনেলভেলি–পুরুলিয়া এক্সপ্রেসের নতুন রূপ! বাড়ছে কোচ, এসি এবং নন এসি সব সুবিধাই এবার সহজেই