TRENDING:

Indian Railways: ‘টিকিটটা দেখান’- মহিলা টিকিট পরীক্ষক দেখতে চাইলেন টিকিট, সঙ্গে সঙ্গে যাত্রী আইডি কার্ডের ফিতে টেনে মহিলার গলায় ফাঁস আটকে দিলেন, তারপর

Last Updated:
Indian Railways: টিকিট না থাকায় ফাইন চাইতেই বিপত্তি, ক্যানিংয়ে মহিলা রেলকর্মীর গলায় ফাঁস পরানোর চেষ্টা
advertisement
1/5
‘টিকিটটা দেখান’- মহিলা টিকিট পরীক্ষক দেখতে চাইলেন টিকিট, সঙ্গে সঙ্গে যাত্রী আইডি কার্ড..
ক্যানিং : বারুইপুর বিনা টিকেটের যাত্রী ধরতে গিয়ে আক্রান্ত হলেন একজন টিকিট পরীক্ষক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা শিয়ালদা দক্ষিণ শাখার ক্যানিং স্টেশনে। আক্রান্ত ওই টিকিট পরীক্ষকের নাম তনুশ্রী ঘড়ুই।  Photo Courtey- (Meta AI)
advertisement
2/5
রেল সূত্রে খবর, অন্যান্য দিনের মতো বিনা টিকিটে যাত্রীদেরকে টিকিট পরীক্ষা করতে শুরু করেন ওই টিকিট পরীক্ষক। একজন মহিলা যাত্রীর কাছে টিকিট চাওয়ার কারণেই শুরু হয় বচসা। বৈধ টিকিট না থাকার সত্বেও রেলের নির্ধারিত ফাইন দিতে অস্বীকার করেন ওই মহিলা যাত্রী। Photo Courtey- (Meta AI)
advertisement
3/5
তারপর বিষয়টি একপর্যায়ে ধস্তাধস্তি পর্যায়ে পৌঁছায়। ওই টিকিট পরীক্ষকের হাতে এবং শরীরের বিভিন্ন অংশে বিনা টিকিটে যাত্রীর সঙ্গে ধস্তাধস্তির কারণে আঘাত লাগে। শুধু তাই নয় গলায় থাকা টিকিট পরীক্ষকের পরিচয় পত্রের ফিতে টেনে ধরে তাকে শ্বাস রোধ করার চেষ্টা করে। রেলের অন্যান্য কর্মী ও পুলিশ এসে বিষয়টি মিটিয়ে দেয়। Photo Courtey- (Meta AI)
advertisement
4/5
উল্লেখ্য এর আগেও একাধিকবার ক্যানিং প্ল্যাটফর্মে টিকিট পরীক্ষকদের সঙ্গে নিত্যযত্রীদের বচসা বাধে। পরে অবশ্যই যাত্রীকে আটক করে ফাইন দিতে বাধ্য করে রেল। পাশাপাশি বিনা টিকিটে রেলে ভ্রমণের প্রবণতা দেখা যায় বিশেষত লোকাল ট্রেনে। আর তা রুখতে রেলের তরফ থেকে অনেকটাই কড়াকড়ি৷ Photo Courtey- (Meta AI)
advertisement
5/5
তাছাড়া  বড় স্টেশনগুলি ছাড়াও ছোট ছোট স্টেশনগুলিতেও যাত্রীদের টিকিট পরীক্ষায় জোর দেওয়া হয়েছে। পাশাপাশি কাউন্টারের ভিড় এড়িয়ে মেশিনে টিকিট কাটার জন্য এই ধরনের ব্যবস্থা করা হয়েছে বেশিরভাগ প্ল্যাটফর্ম। তারপরেও কীভাবে যাব সাধারণ যাত্রীরা বিনা টিকিটে যাতায়াত করে তা নিয়ে উচ্ছে প্রশ্ন। Input- Suman Saha
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Indian Railways: ‘টিকিটটা দেখান’- মহিলা টিকিট পরীক্ষক দেখতে চাইলেন টিকিট, সঙ্গে সঙ্গে যাত্রী আইডি কার্ডের ফিতে টেনে মহিলার গলায় ফাঁস আটকে দিলেন, তারপর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল