Indian Railways: মায়াপুর যাওয়া এখন আরও সহজ! ফের ট্রেন এল আমঘাটা স্টেশনে! তবে কী ২০২৬ এই আমঘাটা পর্যন্ত চলবে ট্রেন?
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Indian Railways: দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে খুব শীঘ্রই। কৃষ্ণনগর সিটি জংশন থেকে আমঘাটা পর্যন্ত নতুন রেললাইনে ট্রেন চালুর সম্ভাবনা দেখা দিয়েছে।
advertisement
1/6

*দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে খুব শীঘ্রই। কৃষ্ণনগর সিটি জংশন থেকে আমঘাটা পর্যন্ত নতুন রেললাইনে ট্রেন চালুর সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যেই রেলপথ ও স্টেশন নির্মাণের কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে এবং সম্প্রতি শিয়ালদহ ডিভিশনের ডিআরএম স্বয়ং আমঘাটা হল্ট স্টেশন পরিদর্শন করেছেন।
advertisement
2/6
*তাঁর এই সফরকে ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে এক নতুন আশার সঞ্চার। সূত্র অনুযায়ী, কৃষ্ণনগর থেকে আমঘাটার মধ্যে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ এই রেলপথের কাজ সম্পন্ন হয়েছে। গত বছর থেকেই (২০২৪ সাল) স্থানীয় বাসিন্দারা এই লাইনে ট্রেন চলাচল শুরু হওয়ার অপেক্ষায় ছিলেন।
advertisement
3/6
*অবশেষে সম্প্রতি আরও একটি ট্রায়াল রান সম্পন্ন হয়েছে আমঘাটা পর্যন্ত, যা ট্রেন পরিষেবা চালুর পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করা হচ্ছে। স্থানীয়দের মতে, এই নতুন রেললাইন চালু হলে কৃষ্ণনগর ও আশেপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে।
advertisement
4/6
*আমঘাটা ও সংলগ্ন গ্রামগুলির বাসিন্দাদের জন্য কৃষ্ণনগর শহরে আসা-যাওয়া অনেক বেশি সুবিধাজনক হয়ে উঠবে। পাশাপাশি, জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটনকেন্দ্র মায়াপুর ইসকন মন্দিরে পৌঁছনও আরও সহজ হবে। কলকাতা শহরতলী ও আশেপাশের জেলা থেকে আগত ভক্ত ও পর্যটকদের জন্য এটি এক বড় স্বস্তির খবর।
advertisement
5/6
*রেল কর্তৃপক্ষের তরফে যদিও এখনও আনুষ্ঠানিকভাবে ট্রেন চালুর তারিখ ঘোষণা করা হয়নি, তবে ডিআরএম-এর সাম্প্রতিক পরিদর্শন ইঙ্গিত দিচ্ছে, খুব শীঘ্রই কৃষ্ণনগর সিটি জংশন থেকে আমঘাটা পর্যন্ত ট্রেন চলাচলের প্রক্রিয়া শুরু হতে পারে।
advertisement
6/6
*স্থানীয়রা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই শুভ মুহূর্তের, যখন প্রথম যাত্রীবাহী ট্রেন ঢুকবে নবনির্মিত আমঘাটা হল্ট স্টেশনে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Indian Railways: মায়াপুর যাওয়া এখন আরও সহজ! ফের ট্রেন এল আমঘাটা স্টেশনে! তবে কী ২০২৬ এই আমঘাটা পর্যন্ত চলবে ট্রেন?