Indian Railways Train Cancelled News: ২৭ নভেম্বর থেকে টানা চারদিন বন্ধ বর্ধমান-তিনপাহাড় ট্রেন চলাচল, রুট বদল চার জরুরি ট্রেনের! যাত্রীরা জেনে রাখুন
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Indian Railways Train Cancelled: টানা চার দিন অফিস টাইমে ভোগান্তির শিকার হবেন রেল যাত্রীরা, কোন কোন ট্রেন বাতিল এবং রুট পরিবর্তন! জেনে নিন
advertisement
1/9

রেল যাত্রীরা এবার চরম ভোগান্তির শিকার হতে চলেছেন! মূলত বর্ধমান-সাহেবগঞ্জ লুপ লাইনের যাত্রীদের কাছে বর্ধমান-তিনপাহাড় মেমু প্যাসেঞ্জার ট্রেনটি খুবই গুরুত্বপূর্ণ।
advertisement
2/9
তবে পাকুড় স্টেশনে ইয়ার্ড পুনর্গঠন ও প্রি-নন ইন্টারলকিং ও নন ইন্টারলকিং কাজের জন্য চলতি মাসের ২৭ তারিখ থেকে টানা চারদিন বাতিল থাকছে এই ট্রেনটি।
advertisement
3/9
এমনটাই বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল। আর এই কারণে চাতরা, মুরারই ও রাজগ্রাম স্টেশন এলাকার সাধারণ যাত্রীদের ব্যাপক ভোগান্তির শিকার হবেন। এই সমস্ত এলাকায় যাত্রীদের এই লোকাল ট্রেনই একমাত্র ভরসা।
advertisement
4/9
বর্ধমান থেকে সকালের দিকে রামপুরহাট, নলহাটি, চাতরা, মুরারই, রাজগ্রাম আসার প্রথম লোকাল ট্রেন তিনপাহাড় মেমু। এই ট্রেনে বহু যাত্রী অফিসে যান। অনেকে দিনমজুরি ও ব্যবসার কাজে পাশাপাশি বহু ছাত্রছাত্রী এই ট্রেনে প্রাইভেট পড়তে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে।
advertisement
5/9
তবে সকালের দিকে এই ট্রেন হওয়ার কারণে ব্যাপক ভিড় হয়। মাঝেমধ্যেই অনেকে উঠতে পারেন না। ভিড়ে উঠতে গিয়ে অনেকে পড়েও যান। এই সব কারণে গত ২৫ সেপ্টেম্বর থেকে ট্রেনটির কোচ আট থেকে বাড়িয়ে ১২টি করা হয়। যাত্রীদের কাছে জনপ্রিয় এই ট্রেনটি টানা চারদিন বাতিল ঘোষণা হওয়ার কারণে ব্যাপক ভোগান্তির আশঙ্কা করছেন রেল যাত্রীরা।
advertisement
6/9
নিত্যযাত্রীরা বলেন, 'এই ট্রেনে সরকারি, বেসরকারি চাকুরজীবী ছাড়াও বহু শ্রমিক কৃষকেরা যাতায়াত করেন। এই ট্রেনটি বাতিল হলে অনেকটাই সমস্যায় পড়তে হবে সকলকে।'
advertisement
7/9
অন্য একজন যাত্রী বলেন, 'রাজগীর প্যাসেঞ্জার করোনাকাল থেকেই বন্ধ। এই রুটের একটাই প্যাসেঞ্জার ট্রেন। সেটা চারদিন বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের খুবই অসুবিধে হবে। ট্রেন বাতিল থাকলে সব থেকে বেশি সমস্যায় পড়বেন রোগীর পরিবার এবং আত্মীয়-স্বজনের। গাড়ি ভাড়া করে মানুষকে রামপুরহাট মেডিক্যাল সহ বিভিন্ন জায়গায় যেতে হবে। তিনি আরও বলেন, বড়লোকদের জন্য বন্দেভারত চলবে। আর সাধারণ মানুষের ট্রেন বলে এটা বন্ধ থাকবে!'
advertisement
8/9
শুধু তিনপাহাড় মেমু নয়, ওই চারদিন হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেস, কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট, কাঞ্চনজঙ্ঘা, কর্মভূমি এক্সপ্রেস রুট পরিবর্তন করে ব্যান্ডেল, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপ ধাম হয়ে চলাচল করবে।
advertisement
9/9
এছাড়াও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন নিয়ন্ত্রণ করা হবে। জামালপুর- রামপুরহাট প্যাসেঞ্জার সাহেবগঞ্জে যাত্রা শেষ করবে। রামপুরহাট-গয়া প্যাসেঞ্জার সাহেবগঞ্জ থেকে যাত্রা শুরু করবে। সেই কারণে ওই চারদিন যাত্রীদের ব্যাপক ভোগান্তি হবে বলে মনে করছেন সকলে। (রিপোর্টার-- বীরভূম, সৌভিক রায়)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Indian Railways Train Cancelled News: ২৭ নভেম্বর থেকে টানা চারদিন বন্ধ বর্ধমান-তিনপাহাড় ট্রেন চলাচল, রুট বদল চার জরুরি ট্রেনের! যাত্রীরা জেনে রাখুন