প্ল্যাটফর্ম ছাড়ছিল ট্রেন..., ছুটে এলেন যাত্রী, পরক্ষণেই যা ঘটল, CCTV দেখতেই ছুটল ঘাম!
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
Indian Railways: ভারতীয় রেলে গায়ে কাঁটা দেওয়া ভিডিও এবার ভাইরাল হলে গেল সোশ্যাল মিডিয়ায়। যা দেখতেই কেঁপে উঠবে বুক। সোশ্যাল মিডিয়ায় রাতারাতি উঠল ঝড়।
advertisement
1/9

ভারতীয় রেলে গায়ে কাঁটা দেওয়া ভিডিও এবার ভাইরাল হলে গেল সোশ্যাল মিডিয়ায়। যা দেখতেই কেঁপে উঠবে বুক। সোশ্যাল মিডিয়ায় রাতারাতি উঠল ঝড়।
advertisement
2/9

রেলরক্ষী বাহিনীর তৎপরতার অনন্য নজির গড়লেন পুরুলিয়া আরপিএফের দুই মহিলা কনস্টেবল। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় পুরুলিয়া রেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা।
advertisement
3/9
এদিন প্রায় সন্ধ্যা ছ'টার সময় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা 'পুরুষোত্তম এক্সপ্রেস' ট্রেনটি ধীরে ধীরে গতি নিতে শুরু করে। এমন সময়, এক রেল যাত্রী চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন।
advertisement
4/9
কিন্তু দুর্ভাগ্যবশত, ব্যক্তির পা ফসকে যায় এবং তিনি ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে যেতে থাকেন। মুহূর্তের জন্য দৃশ্যটি ভয়াবহ হয়ে ওঠে।
advertisement
5/9
এই বিপজ্জনক পরিস্থিতিতে ছুটে আসেন দুই মহিলা কনস্টেবল। ঘটনাস্থলের কাছেই কর্তব্যরত দুই আরপিএফ মহিলা কনস্টেবল ললিতা কুমারী এবং শর্মিষ্ঠা প্রধান, যাঁদের তৎপরতা এবং উপস্থিত বুদ্ধি এই ঘটনার মোড় ঘুরিয়ে দেয়।
advertisement
6/9
চোখের পলকে তাঁরা ঝুঁকি নিয়ে ওই যাত্রীকে শক্ত হাতে ধরে ফেলেন এবং প্ল্যাটফর্মে টেনে তোলেন। তাদের এই বীরত্বপূর্ণ পদক্ষেপে রক্ষা পায় ওই যাত্রীর প্রাণ।
advertisement
7/9
ঘটনার সঙ্গে সঙ্গেই ট্রেনের গার্ড বিষয়টি লক্ষ্য করে ট্রেনটিকে থামিয়ে দেন। যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর, রেল পুলিশের পক্ষ থেকে তাঁকে নিরাপদে একই ট্রেনে তাঁর গন্তব্যের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়।
advertisement
8/9
পুরো ঘটনাটি প্ল্যাটফর্মে লাগান সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়েছে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, কীভাবে কয়েক সেকেন্ডের মধ্যে দ্রুত পদক্ষেপ নিয়ে দুই মহিলা কনস্টেবল এক সম্ভাব্য প্রাণঘাতী দুর্ঘটনা এড়াতে সক্ষম হন।
advertisement
9/9
এই ঘটনা আরও একবার প্রমাণ করে দিল, যাত্রী নিরাপত্তায় আরপিএফ সদাসতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করে চলেছে। ভারতীয় রেলের জওয়ানদের সতর্কতায় প্রাণ যেতে যেতে রক্ষা পেলেন ওই যাত্রী।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
প্ল্যাটফর্ম ছাড়ছিল ট্রেন..., ছুটে এলেন যাত্রী, পরক্ষণেই যা ঘটল, CCTV দেখতেই ছুটল ঘাম!