Indian Railways: যানজটে নাকাল হওয়ার দিন শেষ, এবার ভোগান্তি ছাড়াই সহজেই যাওয়া যাবে তারকেশ্বর! দুর্দান্ত পদক্ষেপ রেলের
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Indian Railways: ইতিমধ্যেই সব কাজ সম্পন্ন হয়ে গিয়েছে, এবার অপেক্ষা কাজ শুরু হওয়ার, ১৮ থেকে ২০ মাস সময় লাগবে এই কাজ সম্পন্ন হতে।
advertisement
1/5

বাবা তারকনাথ, শিবের মাথায় জল ঢালতে গেলেই রেলগেটের যন্ত্রণা পোহাতে হয় সকলকেই। এবার আর চিন্তা নেই। খুব শীঘ্রই এই যন্ত্রণা থেকে মুক্তি মিলবে। রেল ও তারকেশ্বর পৌরসভা সূত্রে দাবি, খুব শীঘ্রই এই রেল গেট যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছে তারকেশ্বরে বাসিন্দারা। মূলত তারকেশ্বরে যে তিনটি গেট যন্ত্রণাদায়ক হয়ে পড়েছে তার প্রথম কাজটি হতে চলেছে ১২ নম্বর রোডের উপর থাকা রেল গেটের কাজ।
advertisement
2/5
পৌরসভা সূত্রে জানা গিয়েছে, এই কাজ আনুমানিক ১৮ মাস সময় লাগবে। ইতিমধ্যেই ১২ নম্বর রোডের উপর রেলগেটে এলাকায় রেলের ব্রিজের সরঞ্জাম নামতে চলেছে। ফ্লাই ওভারের পশ্চিম প্রান্তে জয় কৃষ্ণ বাজার এলাকায় নামানো হবে। পূর্বদিকে অর্থাৎ তারকেশ্বর যে মন্দির ঢোকার মূল গেট অথবা গভর্নমেন্ট স্টোরের কাছে গিয়ে এই নামতে পারে বলে জানা গিয়েছে।
advertisement
3/5
ইতিমধ্যেই ব্রিজ তৈরি করতে গেলে মাটি পরীক্ষা থেকে শুরু করে সব রকম পরীক্ষার শেষ হয়ে গিয়েছে। অন্যদিকে তারকেশ্বর বাসস্ট্যান্ড থেকে চাউল পট্টি যাওয়ার রাস্তায় যে রেলগেটটি আছে সেই ব্রিজেরও মাটি পরীক্ষা একটি মধ্যেই শেষ হয়ে গিয়েছে।
advertisement
4/5
এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি, "আমাদের জীবনের বেশিরভাগ সময়টায় তারকেশ্বর রেলগেট কেটে যায়। অন্যদিকে কলকাতার উদ্দেশ্যে যে সকল অ্যাম্বুল্যান্স রোগী নিয়ে যান তারাও অনেকটা টাইম এখানে জ্যামে আটকে থাকতে দেখা যায়। এছাড়াও রোগীর মৃত্যুর পর্যন্ত ঘটনা ঘটেছে। তবে সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলে যে তারকেশ্বরবাসী।"
advertisement
5/5
তারকেশ্বর পৌর চেয়ারম্যান উত্তম কুন্ডু বলেন, ইতিমধ্যেই সব কাজ সম্পন্ন হয়ে গিয়েছে, এবার অপেক্ষা কাজ শুরু হওয়ার, ১৮ থেকে ২০ মাস সময় লাগবে এই কাজ সম্পন্ন হতে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Indian Railways: যানজটে নাকাল হওয়ার দিন শেষ, এবার ভোগান্তি ছাড়াই সহজেই যাওয়া যাবে তারকেশ্বর! দুর্দান্ত পদক্ষেপ রেলের