TRENDING:

Indian Railways: পৌষমেলার কয়েকদিন স্পেশ্যাল ট্রেন চালাবে পূর্ব রেল, জেনে নিন সময়সূচি! যাত্রীদের দারুণ সুবিধে হবে

Last Updated:
Indian Railways: যাত্রী স্বাচ্ছন্দ্য ও বাড়তি ভিড় সামাল দেওয়ার লক্ষ্যে বড় ঘোষণা পূর্ব রেলের। বিশেষ ট্রেন চলবে পৌষমেলা উপলক্ষে। জানুন তার টাইমটেবিল।
advertisement
1/8
পৌষমেলার কয়েকদিন স্পেশ্যাল ট্রেন চালাবে পূর্ব রেল, রইল সময়সূচি! যাত্রীদের দারুণ সুবিধে
চলছে বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা। প্রত্যেক বছরের মতো এই বছরও ৭ পৌষ শুরু হয়েছে পূর্বপল্লির মাঠে পৌষমেলা। মঙ্গলবার থেকে প্রায় লক্ষাধিক পর্যটকদের সমাগম ঘটতে শুরু করেছে পৌষ মেলা উপলক্ষে। আর ঠিক এই সময় খুশির খবর দিল পূর্ব রেল।
advertisement
2/8
যাত্রী স্বাচ্ছন্দ্য, সুরক্ষা ও বাড়তি ভিড় সামাল দেওয়ার জন্যই ঐতিহ্যবাহী শান্তিনিকেতন পৌষমেলা উপলক্ষে বিশেষ ট্রেন চালু করল পূর্ব রেলের হাওড়া ডিভিশন। হাওড়া থেকে বোলপুর রুটে এই স্পেশ্যাল এক্সপ্রেস ট্রেনটি ২৮ ডিসেম্বর পর্যন্ত নিয়মিত চলবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।
advertisement
3/8
পূর্ব রেলের তরফ থেকে জানা গিয়েছে ট্রেনটি হাওড়া থেকে যাত্রা করে ব্যান্ডেল, বর্ধমান ও গুসকরা স্টেশনে থামবে এবং এরপর সোজা বোলপুর শান্তিনিকেতন স্টেশন পৌঁছবে।
advertisement
4/8
আরও জানা গিয়েছে মোট ১১ কোচের এই বিশেষ ট্রেনে ৯টি সাধারণ এবং ২টি সংরক্ষিত বগি থাকছে। ফলে মেলা উপলক্ষে কলকাতা ও সংলগ্ন এলাকা থেকে বোলপুরে আসা-যাওয়া অনেকটাই সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে মনে করছেন যাত্রীরা।
advertisement
5/8
পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে বৃহস্পতিবার ট্রেনটি হাওড়া থেকে সকাল ৭টা বেজে ১৫ মিনিটে ছাড়বে এবং সকাল ৯টা বেজে ৫৫ মিনিটে বোলপুরে পৌঁছবে।
advertisement
6/8
অন্যদিকে, স্পেশ্যাল ট্রেনটি বোলপুর থেকে সকাল ১১টা ৫০ মিনিটে ছেড়ে দুপুর ২টা ৪৫ মিনিটে হাওড়ায় পৌঁছাবে। মেলার দিনগুলিতে বাড়তি যাত্রী চাপ সামাল দিতেই এই বিশেষ ট্রেন পরিষেবা চালু করা হয়েছে।
advertisement
7/8
প্রসঙ্গত, বোলপুর শান্তিনিকেতনের, ঐতিহ্যবাহী পৌষমেলা শুরু হলেও প্রথম দিকে নতুন কোনও বিশেষ ট্রেন পরিষেবা না থাকায় পর্যটক ও মেলা-প্রেমীদের মধ্যে কিছুটা ক্ষোভ দেখা দিয়েছিল।
advertisement
8/8
তবে দেরিতে হলেও পূর্ব রেলের হাওড়া ডিভিশনের তরফে এই নতুন ট্রেন পরিষেবা ঘোষণার ফলে পর্যটক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মনের মধ্যে শান্তি ফিরেছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Indian Railways: পৌষমেলার কয়েকদিন স্পেশ্যাল ট্রেন চালাবে পূর্ব রেল, জেনে নিন সময়সূচি! যাত্রীদের দারুণ সুবিধে হবে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল