TRENDING:

Indian Railways: মাথায় হাত! ডিসেম্বরের শুরুতে ৭ দিন ট্রেন বাতিলের বড় ধাক্কা, শুধু লোকালই নয়, এক্সপ্রেস ট্রেনের যাত্রীদেরও দুর্ভোগ

Last Updated:
Train Cancelled: মাসের এই সময় ঘুরতে যাবার প্ল্যান রয়েছে! আজই টিকিট ক্যান্সেল করে ফেলুন,বহু ট্রেন বাতিল, বাতিলের তালিকায় লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন সব
advertisement
1/9
মাথায় হাত! ডিসেম্বরে ৭ দিন বড় ধাক্কা, শুধু লোকালই নয় বাতিল বহু এক্সপ্রেস ট্রেনও
বীরভূম: ট্রেন যাত্রীদের বড় ভোগান্তির শিকার হতে হবে এবার বছরের শেষ মাসে। মূলত হাওড়া ডিভিশনের খানা স্টেশনে ল্যাডার শিফটিং সংক্রান্ত কাজে চারদিন প্রি-নন ইন্টারলকিং ও তিনদিন নন ইন্টারলকিং কাজ হবে। টানা সাতদিন ধরে ইন্টারলকিং কাজ চলবে। Photo- Representative
advertisement
2/9
এই কারণে ২ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত একাধিক এমইএমইউ, মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া আপ ও ডাউন মিলিয়ে মোট ৩১টি মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।
advertisement
3/9
পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে ব্যাপক সমস্যায় পড়তে চলেছেন এই শাখার ওপর দিয়ে যাতায়াতকারী রেলযাত্রীরা। মূলত শীতের মরশুম শুরু হয়েছে বঙ্গে। আর এই সময় বহু পর্যটক বাইরে বেড়াতে যাওয়ার কথা ভেবেছিলেন। তাঁরা দুশ্চিন্তায় পড়েছেন। একইভাবে প্রভাব পড়তে চলেছে জেলার পর্যটন কেন্দ্রগুলিতে।
advertisement
4/9
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ ডিসেম্বর অর্থাৎ আগামী মঙ্গলবার থেকে ৫ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত প্রি নন ইন্টারলকিংয়ের কাজ চলবে। ৬-৮ ডিসেম্বর নন ইন্টারলকিং কাজ চলবে। ৬ ও ৭ ডিসেম্বর বর্ধমান রামপুরহাট শাখায় এমইএমইউ বাতিল থাকবে।
advertisement
5/9
ওই দুই দিন শিয়ালদহ-রামপুরহাট মা তারা এক্সপ্রেস, হাওড়া-বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস, হাওড়া-সিউড়ি হুল এক্সপ্রেস, হাওড়া-রামপুরহাট এক্সপ্রেস, বাতিল থাকবে। ৫-৭ ডিসেম্বর হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল থাকবে।
advertisement
6/9
এর পাশাপাশি ৫-৭ ডিসেম্বর শিয়ালদহ-হলদিবাড়ি দার্জিলিং মেল, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, শিয়ালদহ-মালদহ টাউন গৌর এক্সপ্রেস ব্যান্ডেল, হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, কাটোয়া, আজিমগঞ্জ হয়ে ঘুরপথে চলাচল করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
advertisement
7/9
একইভাবে ৬ ও ৭ ডিসেম্বর হাওড়া-আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস, হাওড়া-জামালপুর এক্সপ্রেস, উত্তরবঙ্গ, কাঞ্চনকন্যা, সরাইঘাট, কুলিক এক্সপ্রেস, হাওড়া-জয়নগর এক্সপ্রেস ব্যান্ডেল, নবদ্বীপধাম কাটোয়া এবং ব্যান্ডেল, কাটোয়া, আহমদপুর হয়ে ঘুরপথে চলাচল করবে।
advertisement
8/9
৫ ডিসেম্বর বর্ধমান, কাটোয়া ও আজিমগঞ্জ হয়ে ঘুরপথে চলাচল করবে। ৫ ডিসেম্বর কলকাতা যোগবাণী এক্সপ্রেস এবং ৭ডিসেম্বর তেভাগা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নির্দিষ্ট পথ পরিবর্তন করে ব্যান্ডেল, কাটোয়া ও আহমদপুর হয়ে চলাচল করবে। এছাড়া গুরুত্বপূর্ণ বন্দেভারত এক্সপ্রেস, বেঙ্গালুরু, বিবেক এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হচ্ছে। যার ফলে সমস্যায় পড়তে চলেছেন হাজার হাজার রেলযাত্রী।
advertisement
9/9
প্রভাব পড়তে চলেছে সাধক বামদেবের অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরে। তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুনীল গিরি বলেন "ট্রেন বাতিল হওয়ার খবর পেতেই অনেকেই বুকিং ক্যান্সেল করতে শুরু করেছেন। মরশুমের শুরুতে ব্যবসা মার খাচ্ছে। বিকল্প ট্রেন চালানো যায় কিনা সে ব্যাপারে রেলকে চিঠি পাঠাব।" সব মিলিয়ে বছরের শেষ মাসের শুরুতে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে চলেছেন রেল যাত্রীরা। Input- Souvik Roy
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Indian Railways: মাথায় হাত! ডিসেম্বরের শুরুতে ৭ দিন ট্রেন বাতিলের বড় ধাক্কা, শুধু লোকালই নয়, এক্সপ্রেস ট্রেনের যাত্রীদেরও দুর্ভোগ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল