Indian Railways: একটি রেলস্টেশনের দুটি ভিন্ন নাম! দুটির মধ্যে দূরত্ব ২ সেকেন্ড! খাস বাংলায় রয়েছে, জানেন কোথায়?
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Birbhum News: এই রেল স্টেশনে এসে রীতিমত বিভ্রান্ত হয়ে যাবেন আপনি
advertisement
1/6

ভারতীয় রেলওয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক, যার মাধ্যমে দেশের প্রায় ৪ কোটি মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকেন। এটি বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক সরকারি চাকরি প্রদানকারী সরকারি সংস্থা। ভারতীয় রেলের সঙ্গে এমন অনেক মজার তথ্য রয়েছে, যা জানলে আপনি অবাক হবেন।(সৌভিক রায়)
advertisement
2/6
আজ এমন একটি রেলস্টেশন সম্পর্কে জেনে নেওয়া যাক যেটি একটি স্টেশন এর মধ্যে লুকিয়ে রয়েছে দুটি স্টেশন এর নাম!আসুন জেনে নেওয়া যাক কোথায় নির্মিত হয়েছে এই অনন্য রেলস্টেশন! স্টেশন কিন্তু একটাই। কিন্তু স্টেশনের নাম রয়েছে আলাদা আলাদা। ইয়ার্কি বা কল্পনা বলে মনে হচ্ছে তো?
advertisement
3/6
এই আজব স্টেশনটির নাম বীরভূমের সাঁইথিয়া স্টেশন। খাতায় কলমে বীরভূম জেলায় রয়েছে স্টেশনটি। আর এই স্টেশনে এলেই আপনি দেখতে পাবেন একদম অন্যরকমের চিত্র যা কিছুটা হলেও আপনাকে বিভ্রান্ত করতে পারে। বীরভূমের এই স্টেশনে এসে দাঁড়িয়ে এক নম্বর প্লাটফর্মে আপনি থাকবেন আহমদপুর জংশনে আবার দু'নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকলেই আপনি পৌঁছে যাবেন সোজা সাঁইথিয়া।
advertisement
4/6
তবে এই দুটি স্টেশনের দূরত্ব মাত্র দু সেকেন্ডের। তবে একটাই রেলস্টেশনের প্লাটফর্মে ভিন্ন কেন নাম এই বিষয়ে যদিও কারোর কিছু জানা নেই। তবে বীরভূমের সাঁইথিয়া রেলস্টেশনের এই দুই ভিন্ন নাম কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তাই স্থান পেয়েছে।
advertisement
5/6
ভারতের মধ্যে অন্যতম প্রাচীন স্টেশনগুলির মধ্যে একটি এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার সাঁইথিয়া শহরকে রেল-পরিষেবা প্রদান করে। পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণে রয়েছে রেলওয়ে স্টেশনটি। এই রেলস্টেশনে প্রতিদিন প্রায় ৬০ টি ট্রেনের আগমন এবং ছাড় রয়েছে। সাঁইথিয়া জংশন বীরভূম জেলার তৃতীয় ব্যস্ততম রেলওয়ে স্টেশন। তবে এই স্টেশনের দুই ভিন্ন নাম বিভ্রান্ত করছে রেল যাত্রীদের।
advertisement
6/6
এলাকার এক স্থানীয় বাসিন্দা চরণ মন্ডল জানান তারা প্রত্যেকদিন আসেন এই স্টেশন ঘুরতে তবে তাদের নজরে আসেনি এই বিষয়টি। রেল কর্তৃপক্ষের কোনও এক ভুলের কারণে হয়তএমন ঘটনা ঘটেছে বলে মনে করছেন সকলেই। তবে বিষয়বস্তু যাই হোক বীরভূমের এই স্টেশন কে নিয়ে রীতিমতো ট্রল চলছে সোশ্যাল মিডিয়ায়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Indian Railways: একটি রেলস্টেশনের দুটি ভিন্ন নাম! দুটির মধ্যে দূরত্ব ২ সেকেন্ড! খাস বাংলায় রয়েছে, জানেন কোথায়?