TRENDING:

Indian Railway: রেলের এই কোডগুলো জেনে টিকিট কাটেন? ভাড়া থেকে ট্রেনযাত্রা হবে সুখের!

Last Updated:
Train: ট্রেনের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে একাধিক কোডের সঠিক অর্থ জানা নেই অধিকাংশ যাত্রীরই! জেনে নিন এই সমস্ত কোডের আসল মানে কী?
advertisement
1/12
রেলের এই কোডগুলো জেনে টিকিট কাটেন? ভাড়া থেকে ট্রেনযাত্রা হবে সুখের!
রেলে যাতায়াত করলে অবশ্যই জেনে রাখুন টিকিট বুকিং-এ এই কোড গুলি। রেলে আপনি নিশ্চয়ই অনেক কোড দেখেছেন, যেগুলো দেখার পর আপনি নিশ্চয়ই ভাবছেন যে এগুলোর মানে কী? আমরা যাত্রীরা বিভিন্ন সময়ে ভারতীয় রেলের বিভিন্ন পরিষেবা নিয়ে থাকি। অফিশিয়াল কাজে বা শুধুমাত্র নিছক ভ্রমণের জন্যই আমরা দূরপাল্লার ট্রেনে সফর করি।
advertisement
2/12
সেক্ষেত্রে চোখের সামনে RAC, CNF, WL, MOD, RLWL এরকম একাধিক শব্দবন্ধনী ভেসে আসে। আমরা তার বেশির ভাগেরই অর্থ বুঝতে পারি না। কিন্তু আর কোনও ধোঁয়াশা থাকবে না। রেল এই বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি জারি করে তার বিস্তারিত বিবরণ দিয়েছে।
advertisement
3/12
যখন কোনও ট্রেন এ টিকিট বুক অথবা রিজার্ভেশন করা হয়, তখন টিকিটের বর্তমান অবস্থাকে ' বুকিং স্ট্যাটাস 'বলা হয়।PNR (প্যাসেঞ্জার নেম রেকর্ড) ভারতীয় রেলওয়ে পিএনআর, যা যাত্রীর নাম রেকর্ড নামেও পরিচিত একটি নম্বর যা একজন যাত্রীর ব্যক্তিগত তথ্য ধারণ করে। পিএনআর, প্রতিটি ট্রেন যাত্রার জন্য একটি অত্যাবশ্যকীয় নম্বর, যা থেকে যাত্রীদের অনলাইন বা স্টেশন কিয়স্কের মাধ্যমে আসন সংরক্ষণের অবস্থা, আসন সংরক্ষণ এবং যাত্রার বিবরণ জানতে সহায়তা করে।
advertisement
4/12
CNF / Confirmedএর অর্থ IRCTC PNR স্টেটাস অনুযায়ী আপনার বুকিং নিশ্চিত হয়েছে। এবং খুব শীঘ্রই আপনাকে ট্রেনের কামড়ায় একটি সিট দেওয়া হবে। IRCTC এর ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার PNR নম্বর দিয়ে নিজের সিট নম্বর দেখে নিতে পারেন।
advertisement
5/12
CAN/MOD (Cancelled or Modified Passenger)CAN অর্থাৎ আপনার টিকিট বাতিল করা হয়েছে। MOD অর্থাৎ, একটি টিকিটের PNR নম্বর ঠিক হয়ে যাওয়ার পর যদি কোনও পরিবর্তন করা হয়। যখন কোনও যাত্রী বা রেলওয়ে কর্মী তাঁর যাত্রার জন্য কোনও তথ্য বদল করেন তখন MOD দেখানো হয়।
advertisement
6/12
GNWL: জেনেরাল ওয়েটিং লিস্ট (Waiting List / General Waiting List) যাদের টিকিট ওয়েটিংয়ে থাকে তাঁদের জন্য এই কোডটি প্রযোজ্য। এই ওয়েটিং লিস্টের ক্ষেত্রে আপনার টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি আপনার টিকিটের অবস্থা GNWL 4/WL3 হয় এর মানে আপনি ৩ নম্বর ওয়েটিং লিস্টে রয়েছে। অর্থাৎ আপনার টিকিট ওয়েটিং থেকে নিশ্চিত হবে যখন ওই ট্রেনের জন্য আপনার আগে টিকিট কাটা ৩ জন যাত্রী তাঁদের যাত্রা বাতিল করবেন।
advertisement
7/12
RAC (Reservation Against Cancellation)এর অর্থ, কোনও ওয়েটিংয়ে থাকা যাত্রীর যদি টিকিট নিশ্চিত হয় তখন অনেক সময় RAC দেওয়া হয়তখন একটি সিট দু’জন যাত্রীকে ভাগ করে যেতে হয়।
advertisement
8/12
CKWL/TKWL (তৎকাল কোটার অপেক্ষমান তালিকা)ভারতীয় রেলওয়ে রিজার্ভেশন সিস্টেমে তৎকাল কোটা বোঝাতে সিকে (CK) ব্যবহার করা হয়। সাধারণত ট্রেন ছেড়ে যাওয়ার একদিন আগে এই সুযোগের সদ্ব্যবহার করা যায়।
advertisement
9/12
RSWL রোডসাইড স্টেশন ওয়েটিং লিস্ট (Roadside Station Waiting List) এই ধরনের টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। ট্রেন যে স্টেশন থেকে ছাড়া হয় তার কোনও কাছাকাছি স্টেশনের জন্য সিট বুক করা হলে এই নির্দিষ্ট কোটা থাকে। সেই কোটায় সব টিকিট কাটা হয়ে গেলে RSWL দেখায়।
advertisement
10/12
PQWL পুলড কোটা ওয়েটিং লিস্ট (Pooled Quota Waiting List) অর্থাৎ ট্রেন যেখান থেকে ছাড়বে সেই স্টেশন থেকে বা সেই ট্রেনের যাত্রাপথের মধ্যবর্তী কোনও স্টেশন থেকে টিকিট কাটলেও গন্থব্যস্থলের মাঝেই কোনও স্টেশন অবধি টিকিট কাটা হয় সেক্ষেত্রে এই ওয়েটিং লিস্ট প্রযোজ্য।
advertisement
11/12
RLWL রিমোট লোকেশন ওয়েটিং লিস্ট (Remote Location Waiting List) এই ওয়েটিং লিস্টের টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কোনও ট্রেনের টিকিট যদি যেখান থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে সেই স্টেশন থেকে বুক না করে যাত্রার মধ্যবর্তী কোনও স্টেশন থেকে বুক করা হয় তখন এই ধরনের ওয়েটিং লিস্ট চোখে পড়ে।
advertisement
12/12
RQWL রিকোয়েস্ট ওয়েটিং লিস্ট (Request Quota Waiting List)যখন ট্রেনের যাত্রাপথের একটি মধ্যবর্তী স্টেশন থেকে অন্য এক মধ্যবর্তী স্টেশন অবধি কেউ টিকিট বুক করেন তাহলে এই কোটার মধ্যে পড়েন।রাকেশ মাইতি
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Indian Railway: রেলের এই কোডগুলো জেনে টিকিট কাটেন? ভাড়া থেকে ট্রেনযাত্রা হবে সুখের!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল