শিয়ালদহ 'এসি' লোকাল নিয়ে এল বিরাট আপডেট...! কত হবে AC Local এর ভাড়া? দেখে নিন 'স্টপেজ' মিলিয়ে ভাড়ার লিস্ট
- Published by:Sanjukta Sarkar
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Indian Railways: শিয়ালদহ এসি লোকালে সফর করার জন্য যাত্রীদের কত টাকা ভাড়া গুনতে হবে তাও জানিয়ে দিল রেল। পূর্ব রেল সূত্রে খবর, সাধারণ এসি লোকালের তুলনায় এর ভাড়া হবে ৫ গুণ বেশি। এমনকি মান্থলি টিকিটের দাম অনেক বেশি হবে।
advertisement
1/9

শিয়ালদহ এসি লোকালে সফর করার জন্য যাত্রীদের কত টাকা ভাড়া গুনতে হবে তাও জানিয়ে দিল রেল। পূর্ব রেল সূত্রে খবর, সাধারণ এসি লোকালের তুলনায় এর ভাড়া হবে ৫ গুণ বেশি। এমনকি মান্থলি টিকিটের দাম অনেক বেশি হবে।
advertisement
2/9
শিয়ালদহ থেকে দমদম পর্যন্ত একদিকের যাত্রার ভাড়া ৩৫ টাকা। বারাকপুর পর্যন্ত লাগবে ৬০ টাকা। নৈহাটি পর্যন্ত গেলে গুনতে হবে ৯০ টাকা। রানাঘাট পর্যন্ত সেই ভাড়া ১২০টাকা।
advertisement
3/9
মাসিক, পাক্ষিক ও সপ্তাহিক টিকিটও কাটতে পারবেন যাত্রী। দমদম পর্যন্ত মাসিক ভাড়া ৬২০ টাকা, বারাকপুর পর্যন্ত মাসিক ভাড়া ধার্য করা হয়েছে ১২৭৫ টাকা। নৈহাটি পর্যন্ত মাসিক ভাড়া ১৮১০ টাকা। রানাঘাট পর্যন্ত ভাড়া করা হয়েছে ২৪৩০ টাকা।
advertisement
4/9
এসি লোকাল ট্রেনটি ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিবেগে ছুটতে পারবে। কোচগুলি স্টেইনলেস স্টিলে তৈরি। মেট্রোর মতো একটি কোচ থেকে অন্য কোচে যাওয়া যাবে।
advertisement
5/9
এসি লোকালে থাকছে মোট ১১২৬ সিট। তিনজন করে বসতে পারবেন এই সিটে। তাছাড়াও যাত্রীদের দাঁড়ানোর জন্য অনেকটা জায়গা রাখা হয়েছে। লাগেজ রাখার তৈরি করা হয়েছে শক্তপোক্ত রেক।
advertisement
6/9
প্রতিটি কোচে চারটি দরজা থাকবে। দরজাগুলি মেট্রোর মতো দুই দিকে খুলবে। স্টেশন ছাড়ার আগে বন্ধ হবে। দরজা বন্ধের সময় কোনও বস্তু দরজার ফাঁকে আটকে গেলে, দরজা তৎক্ষণাৎ খুলে যাবে।
advertisement
7/9
সিসিটিভি থাকছে একাধিক কোচে। থাকছে পাবলিক অ্যাড্রেস সিস্টেম। মেট্রোর মতোই প্রতিটি স্টেশনের আগে জানানো হবে কোন স্টেশন আসছে ও প্ল্যাটফর্ম কোন দিকে। দরজা খুলবে সেই দিকেই।
advertisement
8/9
তবে এসি লোকালে কোনও যাত্রী বৈধ টিকিট (এসির ভাড়া আলাদা) নিয়েই উঠছেন তা চিহ্নিত করা যাবে কী করে? তা নিয়ে ডিভিশনের আধিকারিকরা দফায় দফায় বৈঠক করছেন।
advertisement
9/9
এই অবস্থায় রেল রক্ষী বাহিনী ও কমার্শিয়াল বিভাগের মধ্যে যোগসাজশ রেখে কী ভাবে কাজ হবে তা নিয়েও একাধিক বার সমন্বয় বৈঠক হয়েছে। তবে রেল আধিকারিকরা আশাবাদী যথাযথ ভাবেই ট্রেন পরিষেবা দেওয়া যাবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
শিয়ালদহ 'এসি' লোকাল নিয়ে এল বিরাট আপডেট...! কত হবে AC Local এর ভাড়া? দেখে নিন 'স্টপেজ' মিলিয়ে ভাড়ার লিস্ট