TRENDING:

Indian Railways: দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল, ঘুরপথে কয়েকটি ট্রেন! বেড়াতে যাওয়ার মরশুমে জরুরি খবর

Last Updated:
Indian Railways: আগে থেকেই বিজ্ঞপ্তি জারি করে এই ট্রেন বাতিল ও কিছু ট্রেনের সংক্ষিপ্ত যাত্রাপথের কথা জানিয়েছে রেল। সাধারণের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। আপনার টিকিট কাটা থাকলে জেনে নিন...
advertisement
1/8
দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল, ঘুরপথে কয়েকটি ট্রেন! বেড়াতে যাওয়ার সময়ে জরুরি খবর
আবারও খড়গপুর থেকে ওড়িশাগামী একাধিক ট্রেন বাতিল এবং একটি মেমু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করছে রেল কর্তৃপক্ষ। বছর শেষে রেলের একাধিক উন্নয়নমূলক কাজ এবং নবীকরণের জন্য এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত।
advertisement
2/8
বাঙালির ঘুরতে যাওয়ার মাস ডিসেম্বর। আর এই মাসে ট্রেন বাতিল হওয়ায় রীতিমতো সমস্যায় পড়তে হতে পারে সকলকে। তাই আগে থেকে ট্রেন বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।
advertisement
3/8
ইস্ট কোস্ট রেলওয়েতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি এবার কান্তাপাড়া স্টেশনে ইয়ার্ড রিমডেলিংয়ের জন্য বালেশ্বর থেকে ভুবনেশ্বর, বালেশ্বর থেকে ভদ্রক, খড়গপুর থেকে জাজপুর-কেওনঝড় রোড ট্রেন বিভিন্ন দিন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, খড়গপুর থেকে ভদ্রকগামী একটি মেমু ট্রেনেরও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে।আজ ৮ ডিসেম্বর ৯ আগামী ১৪ ডিসেম্বর বাতিল থাকবে ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার।
advertisement
4/8
ডিসেম্বর মানেই ঠান্ডার মরশুম, আর ঘুরতে যাওয়ার সময়। সকলে কখনও বালেশ্বর, কখনও ভুবেনশ্বর আবার কখনও পুরীর জন্য প্ল্যান করেন। ভুবনেশ্বর কিংবা পুরীর স্পেশ্যাল বা এক্সপ্রেস ট্রেনের টিকিট না পেলে খড়গপুর থেকে বালেশ্বর কিংবা ভদ্রক হয়ে অন্যান্য ট্রেন ধরে তারা যাতায়াত করেন পুরী কিংবা ভুবনেশ্বর।
advertisement
5/8
তবে বছর শেষে বড়দিনের আগে ও পরে বিভিন্ন দিন একাধিক ট্রেন বাতিলের কথা জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশন। খড়গপুর ডিভিশনের অন্তর্গত কান্তাপাড়া স্টেশনে ইয়ার্ড রিমডেলিংয়ের কারণে এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত।
advertisement
6/8
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৬৮৪০৭/৬৮৪০৮ বালেশ্বর-ভুবনেশ্বর-বালেশ্বর মেমু ট্রেন ১৬ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত বাতিল করা হচ্ছে। ৬৮০৫২/৬৮০৫১ ভদ্রক-বালেশ্বর-ভদ্রক মেমু প্যাসেঞ্জার ২১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বাতিল করা হচ্ছে।
advertisement
7/8
১৮০৩৭/১৮০৩৮ খড়গপুর-জাজপুর কেওনঝড় রোড খড়গপুর এক্সপ্রেস ২৪ ডিসেম্বর বাতিল করা হচ্ছে। ৬৮০৪৯/৬৮০৫০ খড়গপুর-ভদ্রক-খড়গপুর মেমু ২০ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে।
advertisement
8/8
এই ট্রেন এই ক'দিন বালেশ্বর পর্যন্ত যাবে। ভদ্রক যাবে না। আগে থেকেই বিজ্ঞপ্তি জারি করে এই ট্রেন বাতিল ও কিছু ট্রেনের সংক্ষিপ্ত যাত্রাপথের কথা জানিয়েছে রেল। সাধারণের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ।১২২০৭ কাঠগোদাম–জম্মু তাওয়াই (প্রতি মঙ্গলবার)বাতিল তারিখ: ৯, ১৩, ২০ এবং ২৭ ডিসেম্বর; ৩, ১০, ১৭ এবং ২৪ জানুয়ারি ৭, ১৪, ২১ এবং ২৮ ফেব্রুয়ারি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Indian Railways: দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল, ঘুরপথে কয়েকটি ট্রেন! বেড়াতে যাওয়ার মরশুমে জরুরি খবর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল