Indian Railways: পুজোর মুখে রেলযাত্রীদের জন্য বিরাট দুঃসংবাদ! রবিবার ফের একাধিক ট্রেন বাতিল, তালিকায় বন্দেভারত-সহ আর কোন কোন ট্রেন? জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Indian Railways: ট্রেন বাতিলের সিদ্ধান্ত। রবিবার একাধিক ট্রেন বাতিল। বিজ্ঞপ্তি দিয়ে ট্রেন বাতিলের কথা জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে শাখার খড়গপুর ডিভিশন। পুজোর মুখে রেলের একাধিক উন্নয়ন মূলক কাজের জন্যে একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত রেলের।
advertisement
1/6

*ফের ট্রেন বাতিলের সিদ্ধান্ত। রবিবার একাধিক ট্রেন বাতিল। বিজ্ঞপ্তি দিয়ে ট্রেন বাতিলের কথা জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে শাখার খড়গপুর ডিভিশন। পুজোর মুখে রেলের একাধিক উন্নয়ন মূলক কাজের জন্যে একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত রেলের।
advertisement
2/6
*একদিন আগেই বিজ্ঞপ্তি জারি করেছে রেল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, একাধিক ট্রেনের রুট পরিবর্তন ও সীমিত করার ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশন। পুজোর মুখে রেলের এই সিদ্ধান্তে খুশি নয় সাধারণ মানুষ।
advertisement
3/6
*রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ২১ সেপ্টেম্বর ৬৮১২৩ খড়গপুর-টাটানগর মেমু, ৬৮০১৪ টাটানগর-খড়গপুর মেমু, ৬৮১২৭ / ৬৮১২৮ চাকুলিয়া-টাটানগর-চাকুলিয়া মেমু বাতিল করা হচ্ছে। অপরদিকে, ওই দিন ২০৮৯৭ হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস খড়গপুর-মেদিনীপুর-আদ্রা-পুরুলিয়া দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
advertisement
4/6
*এই পথ দিয়েই ২০৮৯৮ রাঁচি - হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ফিরবে। ঝাড়গ্রাম ও চাকুলিয়া স্টেশনের মধ্যে রেলের উন্নয়নমূলক কাজের জন্য এই ট্রেন বাতিল ও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
advertisement
5/6
*অন্যদিকে, ২১ সেপ্টেম্বর ১৮০৩৩/১৮০৩৪ হাওড়া-ঘাটশিলা-হাওড়া এক্সপ্রেস ট্রেন ঘাটশিলার পরিবর্তে খড়গপুর অবধি যাবে।
advertisement
6/6
*রেল নিয়ে দুঃখ প্রকাশ করলেও। খড়গপুর শহরের বাসিন্দা তথা নিত্যযাত্রী রাম দাস বলেন, পুজোর সময় এমন সিদ্ধান্তে সমস্যা হবে। তবে রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার ছুটির দিনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ মানুষের কথা ভেবে আগেই জানিয়ে দেওয়া হয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Indian Railways: পুজোর মুখে রেলযাত্রীদের জন্য বিরাট দুঃসংবাদ! রবিবার ফের একাধিক ট্রেন বাতিল, তালিকায় বন্দেভারত-সহ আর কোন কোন ট্রেন? জানুন