TRENDING:

Train: পুজোর আগেই আসানসোল, দুর্গাপুর পেল নয়া বন্দে ভারত! টিকিট নিয়ে ভাবনার দিন শেষ! সময়সূচি জানুন

Last Updated:
Rail: পাঁচটি স্টেশনে স্টপেজ দেবে বন্দে ভারত এক্সপ্রেস। চলবে মোট ১৬টি কামরা নিয়ে। বন্দে ভারত এক্সপ্রেসে সম্পূর্ণ বাতানুকূল কামরা থাকছে, থাকছে এক্সিকিউটিভ ক্লাস সিটিং। সিসিটিভি, এলসিডি ডিসপ্লে, উপযুক্ত আলোর ব্যবস্থা থাকছে। উন্নতমানের বায়ো ভ্যাকুয়াম টয়লেট-সহ নানা আধুনিক ব্যবস্থা থাকছে।
advertisement
1/6
পুজোর আগে আসানসোল,দুর্গাপুর পেল নয়া বন্দেভারত!টিকিট নিয়ে ভাবনা শেষ!নয়া টাইমটেবিল
*আরও একটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস পেল আসানসোল, দুর্গাপুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে চলাচল শুরু করল হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস। যার স্টপেজ রয়েছে আসানসোল এবং দুর্গাপুর স্টেশনে।
advertisement
2/6
*৪৬০ কিলোমিটার যাত্রাপথে প্রান্তিক স্টেশনগুলি ছাড়া আরও পাঁচটি স্টেশনে স্টপেজ দেবে এই বন্দে ভারত এক্সপ্রেস। চলবে মোট ১৬ কামরা নিয়ে। নতুন এই বন্দে ভারত এক্সপ্রেসে থাকছে আনা আধুনিক সুবিধা।
advertisement
3/6
*ইতিমধ্যেই হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচি জানিয়ে দিয়েছে পূর্ব রেল। ২২৩০৩ হাওড়া-গয়া বন্দে ভারত সকাল ৬:৫০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। ৮:২৮ মিনিটে দুর্গাপুর পৌঁছবে। আসানসোল পৌঁছবে ৮:৫৩ মিনিটে। ধানবাদে সময় ৯:৪৩ মিনিট। পরেশনাথে সময় ১০:১৩ মিনিট। কোডারমা পৌঁছবে ১০:৫৮ মিনিটে। ১২:৩০ মিনিটে পৌঁছে যাবে গন্তব্য স্টেশন গয়ায়।
advertisement
4/6
*২২৩০৪ বন্দে ভারত এক্সপ্রেস গয়া স্টেশন থেকে ছাড়বে ৩:১৫ মিনিটে। প্রথম স্টপেজ দেবে কোডারমা স্টেশনে ৪ঃ১৫ মিনিটে। পরেশনাথ পৌঁছবে ৫:১৫ মিনিটে। তারপর ধানবাদ সন্ধ্যা ছ'টা নাগাদ। ৬:৪৮ মিনিটে পৌঁছবে আসানসোল। দুর্গাপুর পৌঁছাবে ৭:১১ মিনিট নাগাদ। তারপর রাত ৯:০৫ মিনিটে গন্তব্য স্টেশন হাওড়া পৌঁছবে।
advertisement
5/6
*হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস সপ্তাহে ছ'দিন চালানো হবে বৃহস্পতিবার ট্রেনটি রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ রাখা হবে। বাকি দিনগুলি পরিষেবা পাবেন মানুষ। অন্যদিকে, নতুন এই বন্দে ভারত এক্সপ্রেস অত্যাধুনিক নানা সুবিধা থাকছে বলে খবর।
advertisement
6/6
*বন্দে ভারত এক্সপ্রেসে সম্পূর্ণ বাতানুকূল কামরা থাকছে, থাকছে এক্সিকিউটিভ ক্লাস সিটিং। সিসিটিভি, এলসিডি ডিসপ্লে, উপযুক্ত আলোর ব্যবস্থা থাকছে। উন্নতমানের বায়ো ভ্যাকুয়াম টয়লেট-সহ নানা আধুনিক ব্যবস্থা থাকছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Train: পুজোর আগেই আসানসোল, দুর্গাপুর পেল নয়া বন্দে ভারত! টিকিট নিয়ে ভাবনার দিন শেষ! সময়সূচি জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল