Indian Railways: লেট লতিফ ট্রেন অতীত! খড়গপুর ডিভিশনে তৈরি হচ্ছে চতুর্থ লাইন, যাত্রীদের সুবিধার্থে বড় সিদ্ধান্ত রেলের
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Indian Railways: দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের লেট লতিফ তকমা ঘুঁচতে চলেছে। হাওড়া-খড়গপুর শাখায় চতুর্থ লাইন তৈরির কাজ দ্রুত শুরু হচ্ছে। এই নতুন লাইন তৈরি হলে দূরপাল্লার ও লোকাল ট্রেনগুলি নির্দিষ্ট সময়ে চলবে।
advertisement
1/6

এবার সময়ে চলবে ট্রেন। নতুন দিশা দেখতে চলেছে হাওড়া-খড়গপুর শাখা। দূরপাল্লার এক্সপ্রেস কিংবা খড়গপুর বা মেদিনীপুর থেকে হাওড়া গামী লোকাল, এবার নির্দিষ্ট সময়ে চলবে বলে জানা গিয়েছে। সম্প্রতি খড়গপুর ডিভিশনের হাওড়া-খড়গপুর শাখায় চতুর্থ লাইনের কাজের তোড়জোড় শুরু করেছে রেল কর্তৃপক্ষ।
advertisement
2/6
অবশেষে লেট লতিফ ট্রেন, এই তকমা ঘুঁচতে চলেছে খড়গপুর ডিভিশনের উপর থেকে। সম্প্রতি সাংবাদিক বৈঠক করে এমন এক আশার কথা শুনিয়েছে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের রেলওয়ে আধিকারিকেরা।
advertisement
3/6
খড়্গপুর ডিভিশন সহ রেলের দক্ষিণ পূর্ব শাখায় নিত্যদিন দেরিতে যাতায়াত করছে লোকাল, এক্সপ্রেস সহ বেশিরভাগ ট্রেন। এরফলে সমস্যায় পড়তে হচ্ছে রেল যাত্রীদের। কখনও সময়ে পৌঁছানো যাচ্ছে না অফিসে, আবার কখনও বেশ কয়েক ঘন্টা দেরিতে পৌঁছাতে হচ্ছে গন্তব্যে। ট্রেনের সংখ্যা বৃদ্ধি, যাত্রী সংখ্যা বৃদ্ধি, স্বাভাবিকভাবে দেরিতে হাওড়া পৌঁছাচ্ছে কিংবা হাওড়া থেকে ছাড়ছে ট্রেনগুলো।
advertisement
4/6
রেলের তরফে জানান হয়েছে, দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কাজ হচ্ছে। এছাড়াও অতিরিক্ত লাইনের প্রয়োজন। ফোর্থ লাইন তৈরি না হওয়া পর্যন্ত এই দুর্ভোগ কমবে না। একসঙ্গে নতুন লাইন তৈরির জন্য ডিপিয়ার তৈরি হয়েছে বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা।
advertisement
5/6
অপরদিকে, স্বচ্ছতার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইন ৫.০ শুরু করছে রেল। খড়গপুর ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ললিত মোহন পাণ্ডে বলেন, রেলের সংখ্যা বাড়ান ও সময় মতো চালানর জন্য নানা কাজ শুরু হয়েছে। দ্রুত এই সমস্যার সমাধান করার চেষ্টা চলছে। চতুর্থ লাইন এর কাজের জন্য ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। এর জন্য প্রয়োজন জমি অধিগ্রহণ, নির্দিষ্ট রুট ম্যাপ। স্বাভাবিকভাবে সামঞ্জস্য কিছু সমস্যা মিটলেই চতুর্থ লাইনের কাজ শুরু হবে বলে রেল সূত্রে খবর।
advertisement
6/6
ডিআরএম ছাড়াও মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এডিআরএম মনীষা গোয়েল, সিনিয়র ডিসিএম নিশান্ত কুমার প্রমুখ। স্বাভাবিকভাবে যাত্রীর স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Indian Railways: লেট লতিফ ট্রেন অতীত! খড়গপুর ডিভিশনে তৈরি হচ্ছে চতুর্থ লাইন, যাত্রীদের সুবিধার্থে বড় সিদ্ধান্ত রেলের