Indian Railways Bardhaman Station: আর চিনতে পারবেন না, পুরোপুরি বদলে যাবে বর্ধমান স্টেশন! কেমন হচ্ছে দেখতে?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Indian Railways Bardhaman Station: অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় ভারতের ১৩০৯ স্টেশনের পুনর্গঠন হচ্ছে। যার মধ্যে রাজ্যের রয়েছে ২১ স্টেশন।
advertisement
1/6

কলকাতা: অমৃতের ছোঁয়া পাচ্ছে বর্ধমান স্টেশন। বহু পুরানো স্টেশনের মেকওভার হবে। কেন্দ্রের অমৃতভারত প্রকল্পে স্থান পেয়েছে বর্ধমান স্টেশন। বর্ধমান স্টেশনের আমূল পরিবর্তন হবে বলে খবর। আরও ঝা চকচকে হবে এই ব্যস্ত স্টেশন।
advertisement
2/6
অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় ভারতের ১৩০৯ স্টেশনের পুনর্গঠন হচ্ছে। যার মধ্যে রাজ্যের রয়েছে ২১ স্টেশন। গত ৬ অগাস্ট রবিবার প্রথম দফায় ভার্চুয়ালি ৫৩৮ স্টেশনের ভিত্তিপ্রস্থ স্থাপন করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে পূর্ব রেলের আওতায় ২৮টি স্টেশনের পুনর্গঠনের শিলান্যাস হয়েছে। আসানসোল ,হাওড়া, মালদহ ,শিয়ালদহ ডিভিশনের ২৪ টি স্টেশনের। তালিকায় রয়েছে বর্ধমান স্টেশনও।
advertisement
3/6
রেলসূত্রে খবর, বর্ধমান স্টেশনের আধুনিকীকরণের জন্য সব মিলিয়ে খরচ হবে ৬৪.২ কোটি টাকা। সেই টাকায় একেবারে আধুনিক রূপে সাজিয়ে তোলা হবে এই স্টেশন। তবে বর্ধমানের ঐতিহ্যের সঙ্গে তাল মিলিয়ে এই স্টেশনটি গড়ে তোলা হবে।
advertisement
4/6
রেলের তরফে জানানো হয়েছে, নবরূপের বর্ধমান স্টেশনে থাকবে বিস্তীর্ণ ওয়েটিং এরিয়া, নান্দনিক ডিজাইন, বিশাল ওয়েটিং হল, টিকিট কাউন্টার, ভাল মানের টেকসই আসবাবপত্র, লিফট এবং এসকেলেটর। স্টেশনে থাকবে পরিবেশ-বান্ধব বৈশিষ্ট্য। যেমন সোলার আলো, বর্জ্য ব্যবস্থাপনা সিস্টেম এবং প্রচুর গাছপালা। নতুনভাবে সেজে ওঠা স্টেশনে থাকবে প্রচুর স্টল।
advertisement
5/6
প্রযুক্তির উপর নির্ভর করে স্টেশনের ট্রেন আসা যাওয়ার বিষয়টি যাতে আরও বিজ্ঞানসম্মত ও আধুনিক হয় তার ব্যবস্থা করা হবে। রেলের ওভারব্রিজগুলিও আরও আধুনিক ও সুন্দর করে গড়ে তোলা হবে।
advertisement
6/6
তবে শুধু বর্ধমান স্টেশন নয়, বাংলার একাধিক স্টেশনকেই এই অমৃত ভারত প্রকল্পে আধুনিক স্টেশন গড়ে তোলা হবে। ফুট ওভার ব্রিজগুলি নড়বড়ে থাকবে না আর। সবেতেই থাকবে আধুনিকতার ছাপ। বিকল্প সৌরশক্তির উপর জোর দেওয়া হবে। সেই কারণে সোলার প্যানেলও বসানো হবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Indian Railways Bardhaman Station: আর চিনতে পারবেন না, পুরোপুরি বদলে যাবে বর্ধমান স্টেশন! কেমন হচ্ছে দেখতে?