বর্ধমানে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামছিলেন যাত্রী..., সন্দেহ হতেই এগিয়ে গেল RPF, ট্রলি ব্যাগ খুলতেই থরে থরে ৫০০ টাকার বান্ডিল! আটক হুগলির ব্যক্তি!
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Bardhaman Railway News: বর্ধমান স্টেশনের ৫ নম্বর প্লাটফর্মে চলন্ত আকালতক্ত এক্সপ্রেস থেকে একটি ট্রলি ব্যাগ নিয়ে নামেন শঙ্কর কোটাল। ওই ব্যক্তি আচমকা চলন্ত ট্রেন থেকে নামায় আরপিএফের সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে সন্দেহ হতেই তৎপর হয় রেলরক্ষী বাহিনীর জওয়ানরা।
advertisement
1/6

বর্ধমান স্টেশনে এক ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ১৮ লক্ষ টাকা উদ্ধার করল আরপিএফ। ব্যাগে তল্লাশি চালাতেই মিলল থরে থরে সাজানো ৫০০ টাকার বাণ্ডিল। বর্ধমান স্টেশনের ৫ নম্বর প্লাটফর্ম থেকে ১৮ লক্ষ টাকা-সহ আরপিএফ-এর জালে এক ব্যক্তি। সূত্রের খবর, আটক ব্যক্তির নাম শঙ্কর কোটাল। হুগলির ঠাকুরানিপুর এলাকার বাসিন্দা এই ব্যক্তি।
advertisement
2/6
বর্ধমান স্টেশনে বুধবার যৌথ তল্লাশি চালাচ্ছিল আরপিএফ, সিআইবি, বর্ধমান এবং আরপিএফ বর্ধমান পোস্ট। আরপিএফ সূত্রে জানা যায়, টহলদারি চলাকালীনই ঘটনাটি ঘটে। সেইসময় বর্ধমান স্টেশনে তল্লাশি চালাচ্ছিল আরপিএফ, সিআইবি বর্ধমান এবং আরপিএফ বর্ধমান পোস্ট।
advertisement
3/6
সেই সময়ই বর্ধমান স্টেশনের ৫ নম্বর প্লাটফর্মে চলন্ত আকালতক্ত এক্সপ্রেস থেকে একটি ট্রলি ব্যাগ নিয়ে নামেন শঙ্কর কোটাল। ওই ব্যক্তি আচমকা চলন্ত ট্রেন থেকে নামায় আরপিএফের সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে সন্দেহ হতেই তৎপর হয় রেলরক্ষী বাহিনীর জওয়ানরা। ওই ব্যক্তির কাছে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় নগদ ১৮ লক্ষ টাকা।
advertisement
4/6
টাকার কোনও বৈধ কাগজ দেখাতে না পারায় তাকে আটক করে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)। ইতিমধ্যেই নগদ টাকা-সহ আটক ব্যক্তিকে আয়কর বিভাগের হাতে তুলে দিয়েছে আরপিএফ।
advertisement
5/6
আরপিএফের দাবি, জিজ্ঞাসাবাদে অবৈধ সোনা কারবারের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করে আটক শঙ্কর কোটাল। ২৫ নভেম্বর তারিখে পটনায় সোনা সরবরাহ করে ১৮ লক্ষ টাকা নিয়ে ফিরছিলেন তিনি।
advertisement
6/6
এই ধরণের অবৈধ লেনদেনের সঙ্গে রাজ্যের আর আর কারা কারা যুক্ত আছে খতিয়ে দেখছে আরপিএফ ও আয়কর দফতর। ঘটনা ঘিরে শোরগোল পরে গিয়েছে বর্ধমান শহরে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
বর্ধমানে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামছিলেন যাত্রী..., সন্দেহ হতেই এগিয়ে গেল RPF, ট্রলি ব্যাগ খুলতেই থরে থরে ৫০০ টাকার বান্ডিল! আটক হুগলির ব্যক্তি!