TRENDING:

Indian Railways: স্টপেজ নেই, তবু বেলদায় থামল ট্রেন! নামলেন এক মহিলা ও সদ্যোজাত, কী ঘটেছে ট্রেনে? হতবাক টিটিই থেকে যাত্রীরা

Last Updated:
Indian Railways: স্টপেজ ছাড়াই চলন্ত ট্রেন থামল। শিশু কোলে নামলেন মহিলা। বেলদা স্টেশনে আচমকা শোরগোল। ট্রেনে কী হয়েছে? এল পুলিশ, তারপর?
advertisement
1/9
স্টপেজ নেই, তবু বেলদায় থামল ট্রেন! নামলেন এক মহিলা ও সদ্যোজাত, কী ঘটেছে ট্রেনে? হতবাক সবাই
স্টপেজ নেই ট্রেনের, সেই ট্রেন থামল বেলদা স্টেশনে। ট্রেন থেকে নামানো হল এক সন্তানসম্ভনা মহিলাকে। সঙ্গে নামলেও আরও সহযাত্রী। (Image Courtesy AI)
advertisement
2/9
তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হল বেলদা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। তবে এমন ঘটনায় রীতিমতো হতবাক স্টেশনে থাকা অন্য যাত্রীরা। কেন নামান হল অন্তঃসত্ত্বা ওই মহিলাকে? (Image Courtesy AI)
advertisement
3/9
আসলে ট্রেনের মধ্যেই সন্তানকে প্রসব করেন মহিলা। তারপরেই অসমগামী ট্রেনকে থামানো হয় বেলদা স্টেশনে। সোমবার বেঙ্গালুরু থেকে অসম যাওয়ার জন্য ট্রেন ধরেছিলেন এই মহিলা। সঙ্গে ছিল তাঁর ভাই। ব্যাঙ্গালুরু থেকে অসম ফেরার পথেই গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের মধ্যেই প্রসবের ঘটনা ঘটে।(Image courtesy AI)
advertisement
4/9
জানতে পেরে বেলদা রেল স্টেশনে ট্রেন থামিয়ে সদ্যোজাত কন্যাসন্তান ও প্রসূতিকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। জিআরপির সহযোগিতায় সুস্থভাবে মা ও সদ্যোজাতকে ভর্তি করা হয় হাসপাতালে। ঘটনায় শুক্রবার সকালে শোরগোল পড়ে ট্রেনের যাত্রীদের মধ্যে। (Image Courtesy AI)
advertisement
5/9
জানা গিয়েছে, ৩০ জুলাই রাতে বেঙ্গালুরু স্টেশন থেকে ট্রেন ধরেছিলেন ২১ বছরের আসন্ন প্রসবা সাহা বানু। তাঁর বাড়ি অসমের নতুন বোঙ্গাইগাঁও এলাকায়। (Image Courtesy AI)
advertisement
6/9
শুক্রবার ভোর রাতে বালেশ্বর স্টেশনের কাছে প্রসব বেদনা ওঠে। এরপর ট্রেনের মধ্যেই প্রসব হয়। ট্রেনে দায়িত্বপ্রাপ্ত টিকিট পরীক্ষককে বিষয়টি জানালে তিনি রেল পুলিশকে বিষয়টি জানিয়ে বেলদা রেল স্টেশনে ট্রেন থামানোর ব্যবস্থা করেন। (Image Courtesy AI)
advertisement
7/9
এরপর প্রসূতি ও সদ্যোজাতকে ট্রেন থেকে নামিয়ে বেলদা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করে রেল পুলিশ। বর্তমানে বেলদা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন প্রসূতি ও সদ্যোজাত। দু'জনেই সুস্থ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সাহা বানুর সহযাত্রী বলেন, ট্রেনের মধ্যে প্রসব হয় তাঁর। (Image Courtesy AI)
advertisement
8/9
এরপর টিকিট পরীক্ষককে ডেকে বিষয়টি বললে বেলদা স্টেশনে সুস্থ অবস্থায় তাঁকে নামিয়ে বেলদা হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত মা এবং সদ্যোজাত সন্তান সুস্থ রয়েছে। বেলদা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। (Image Courtesy AI)
advertisement
9/9
নারায়ণগড় ব্লক মুখ্য স্বাস্থ্য অধিকর্তা আশিস কুমার মণ্ডল বলেন, প্রসবের পর বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনেই সুস্থ রয়েছে যথাযথ চিকিৎসা চলছে। যদিও এমন ঘটনায় রেলের এই ভূমিকাকে প্রশংসা করেছে সকলে। (রিপোর্টার-- রঞ্জন চন্দ)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Indian Railways: স্টপেজ নেই, তবু বেলদায় থামল ট্রেন! নামলেন এক মহিলা ও সদ্যোজাত, কী ঘটেছে ট্রেনে? হতবাক টিটিই থেকে যাত্রীরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল