TRENDING:

Indian Railway: অনির্দিষ্টকালের জন্য বাতিল একাধিক লোকাল ট্রেন! বড়দিনের মুখেই দু:সংবাদ, কোন কোন রুটে ট্রেন বন্ধ? এখনই দেখে নিন

Last Updated:
Indian Railway: নতুন বছরের শুরু থেকে একসঙ্গে এত সংখ্যক ট্রেন বাতিল নিঃসন্দেহে নিত্যযাত্রীদের যাতায়াতে বেশ সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তবে যাত্রীদের দাবি, দ্রুত এই লোকাল পুনরায় চালু করতে হবে।
advertisement
1/6
অনির্দিষ্টকালের জন্য বাতিল একাধিক লোকাল ট্রেন! বড়দিনের মুখেই দু:সংবাদ, কোন কোন রুটে বন্ধ
নতুন বছরের শুরু থেকে খারাপ খবর। দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখায় বাতিল হচ্ছে একাধিক লোকাল ট্রেন। অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হচ্ছে বলে রেল বিজ্ঞপ্তি জারি করেছে। প্যাসেঞ্জার না হওয়া-সহ একাধিক কারণে বাতিল বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। কোন কোন ট্রেন বাতিল করা হচ্ছে? দেখে নিন তালিকা (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
2/6
দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার একাধিক রুটে বাতিল করা হয়েছে এই মেমু ট্রেনগুলো। ৬৮০৪৭ খড়গপুর-বেলদা মেমু, ৬৮০৮৭ বিষ্ণুপুর-ধানবাদ মেমু,৬৮০৮৮ ধানবাদ-বাঁকুড়া, ৬৮০৯৬/৬৮০৯৫ বাঁকুড়া-ময়নাপুর-বাঁকুড়া মেমু, ৬৮০৯৩/৬৮০৯৪ খড়গপুর-ঝাড়গ্রাম-খড়গপুর মেমু, ৬৮০২৩/৬৮০২৪ ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম, ৬৮০২৫ চক্রধরপুর-রাউরকেল্লা মেমু, ৬৮০২৯ রাউরকেল্লা-ঝাড়সুগুদা, ৬৮০৩১/৬৮০৩২ ঝাড়সুগুদা-সম্বলপুর-ঝাড়সুগুদা ২ জানুয়ারি, ২০২৬ থেকে বাতিল করা হচ্ছে। আগামী নির্দেশিকা পর্যন্ত বাতিল থাকবে।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
3/6
একইভাবে ৬৮০৪৮ বেলদা-খড়গপুর মেমু, ৬৮০৩৩/৬৮০৩৪ ঝাড়সুগুদা-সম্বলপুর-ঝাড়সুগুদা মেমু, ৬৮০৩০ ঝাড়সুগুদা-রাউরকেল্লা, ৬৮০২৬ রাউরকেল্লা-চক্রধরপুর মেমু ট্রেন ৩ জানুয়ারি, ২০২৬ থেকে বাতিল করা হচ্ছে।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
4/6
রেলওয়ে সূত্রে মারফত জানা গিয়েছে, একাধিক ট্রেন উপযুক্ত প্যাসেঞ্জার না হওয়া, পরপর একই রুটে একই ধরনের লোকাল ট্রেন চালানোর কারণে এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত। পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত এই বাতিল থাকবে। এছাড়াও, যাত্রীদের অসুবিধা যাতে না হয়, আগে থেকেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে রেল।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
5/6
প্রসঙ্গত বেলদা থেকে হাওড়া পর্যন্ত লোকাল ট্রেন চালানোর জন্য দীর্ঘদিনের দাবি ছিল। তবে বারংবার খড়গপুর ডিভিশনে জানানোর পর বেলদা থেকে খড়গপুর পর্যন্ত ট্রেন চালিয়েছিল রেল। এক্ষেত্রে, সাত সকালে বাখরাবাদ, নারায়নগড়, বেনাপুর-সহ একাধিক এলাকার বহু মানুষ যাতায়াত করতেন। রেল আন্দোলন কর্মী সুশান্ত পানিগ্রাহী বলেন, এই সিদ্ধান্তের কথা শুনেছি। তবে সকালে দ্রুত হাওড়া পৌঁছানোর জন্য বহু মানুষ এই ট্রেন ধরে খড়গপুর পৌঁছাতেন। এক্ষেত্রে আরও অসুবিধা বাড়বে। আমাদের দাবি থাকবে, দ্রুত বেলদা থেকে হাওড়া পর্যন্ত লোকাল চালাতে হবে।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
6/6
তবে নতুন বছরের শুরু থেকে একসঙ্গে এত সংখ্যক ট্রেন বাতিল নিঃসন্দেহে নিত্যযাত্রীদের যাতায়াতে বেশ সমস্যার হয়ে দাঁড়াবে। তবে বিশেষজ্ঞদের দাবি, দ্রুত এই লোকাল পুনরায় চালু করতে হবে।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Indian Railway: অনির্দিষ্টকালের জন্য বাতিল একাধিক লোকাল ট্রেন! বড়দিনের মুখেই দু:সংবাদ, কোন কোন রুটে ট্রেন বন্ধ? এখনই দেখে নিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল