TRENDING:

Indian Railways: বন্ধ হচ্ছে UTS অ্যাপ? লোকাল ট্রেনের টিকিট কাটার নতুন ব্যবস্থা চালু করছে রেল, না জানলে আপনারই বিপদ

Last Updated:
Online Rail Ticket: রেলের এই নিয়ম না জানলে নিত্যযাত্রীদের লম্বা লাইন দিয়েই কাটতে হবে লোকাল ট্রেনের টিকিট
advertisement
1/7
বন্ধ হচ্ছে UTS অ্যাপ? লোকাল ট্রেনের টিকিট কাটার নতুন ব্যবস্থা চালু করছে রেল, না জানলে বিপদ
সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি নির্ভরতা বাড়ার ফলে লোকাল ট্রেনযাত্রীদের অভ্যাসেও বড় পরিবর্তন এসেছে। একসময় লাইনে দাঁড়িয়ে কাউন্টার থেকে টিকিট কাটাই ছিল ভরসা, এখন সেখানে জায়গা করে নিয়েছে মোবাইল অ্যাপ।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/7
জেলা থেকে কলকাতা ও হাওড়া যাতায়াতকারী নিত্যযাত্রীদের কাছে দীর্ঘদিন ধরেই লোকাল ট্রেনের টিকিট কাটার অন্যতম মাধ্যম ছিল UTS অ্যাপ। লাইনে দাঁড়ানোর ঝক্কি নেই, সময় বাঁচে, পেপারলেস টিকিট হওয়ায় হারিয়ে যাওয়ার ভয়ও থাকে না—এই সব কারণেই জনপ্রিয় হয়ে ওঠে এই ব্যবস্থা।
advertisement
3/7
কিন্তু সম্প্রতি UTS অ্যাপ ব্যবহারকারীদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। কারণ, এই অ্যাপে আর মান্থলি টিকিট কাটা যাচ্ছে না। প্রথমে বিষয়টিকে যান্ত্রিক ত্রুটি বলেই মনে করা হলেও পরে প্রকাশ্যে আসে একটি বিজ্ঞপ্তি। তাতে জানানো হয়েছে, আগামী ১ মার্চ থেকে UTS আর কাজ করবে না। তার বদলে চালু হতে চলেছে নতুন অ্যাপ RailOne।
advertisement
4/7
ফলে আগেভাগেই UTS-এ মান্থলি বুকিং বন্ধ করে দেওয়া হয়েছে বলে ধারণা। তবে এতে আবার কাউন্টারের লাইনে দাঁড়াতে হবে—এমন ভাবনার কোনও কারণ নেই। রেলের তরফে জানানো হয়েছে, নতুন RailOne অ্যাপেই মিলবে সমস্ত পরিষেবা।
advertisement
5/7
যাদের বর্তমানে UTS-এ মান্থলি রয়েছে, তাঁরা চাইলে তা নতুন অ্যাপে ট্রান্সফার করে নিতে পারবেন। জানা যাচ্ছে, প্লে স্টোরে RailOne অ্যাপ ইতিমধ্যেই উপলব্ধ এবং UTS ব্যবহারকারীরা তাঁদের পুরনো তথ্য দিয়েই সেখানে লগ ইন করতে পারবেন।
advertisement
6/7
নতুন এই অ্যাপে শুধু লোকাল ট্রেনের টিকিট বা মান্থলি নয়, ট্রেন কোথায় রয়েছে, পিএনআর স্ট্যাটাস-সহ রেল সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া যাবে। মনে করা হচ্ছে, একাধিক আলাদা অ্যাপ ব্যবহারের ঝামেলা কমাতেই রেলের তরফে সমস্ত পরিষেবাকে এক ছাতার তলায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
7/7
যদিও শেষ পর্যন্ত আদৌ UTS পুরোপুরি বন্ধ হচ্ছে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি। তবে আপাতত যাত্রীদের নতুন RailOne অ্যাপ ব্যবহারের জন্য প্রস্তুত থাকতে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Indian Railways: বন্ধ হচ্ছে UTS অ্যাপ? লোকাল ট্রেনের টিকিট কাটার নতুন ব্যবস্থা চালু করছে রেল, না জানলে আপনারই বিপদ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল