TRENDING:

Durga Puja: পুজোর ছুটিতে দার্জিলিং যাওয়ার প্ল‍্যান? বিরাট সুখবর দিল রেল, এখনই জেনে নিন

Last Updated:
Train: পুজোয় দার্জিলিঙের জন্য স্পেশাল ট্রেন চালু করছে পূর্বরেল। হাতে মাত্র আর একটা মাস, এই সময় চূড়ান্ত পর্যায়ে অনেকেই পুজোর ছুটিতে বেড়াতে যাবার প্ল্যান করতে ব‍্যস্ত।
advertisement
1/9
পুজোয় দার্জিলিং যাবার কথা ভাবছেন চিন্তা নেই, পুজোর গুরুত্বপূর্ণ দিন গুলিতে পূর্ব রেলের স্পেশাল ট্রেন
পুজোয় দার্জিলিঙের জন্য স্পেশাল ট্রেন চালু করছে পূর্বরেল। হাতে মাত্র আর একটা মাস, এই সময় চূড়ান্ত পর্যায়ে মানুষের পুজোর ছুটিতে বেড়াতে যাবার প্ল্যান চলছে।
advertisement
2/9
এবার সেই দিক গুরুত্ব রেখে দার্জিলিং ভ্রমণের জন্য বিশেষ ট্রেন। পুজোর ছুটিতে যে দিনগুলিতে ঘুরতে যাওয়ার বেশি আগ্রহ থাকে যাত্রীদের। সেই দিক গুরুত্ব দিয়ে ট্রেন চালু করছে রেল।
advertisement
3/9
আগামী ৯ অক্টোবর বুধবার বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর ষষ্ঠী। পুজোর শুভারম্ভ বেশিরভাগ মানুষই এই সময় বেড়াতে যেতে টিকিট সংগ্রহ করার প্রবণতা দেখায়। মানুষের ভ্রমণের সর্বাধিক পছন্দ পুরী, কাশ্মীর, দার্জিলিং এমন কয়েকটি জায়গা।
advertisement
4/9
সারা বছর প্ল্যান করেও অনেক সময় টিকিট মেলে না। টিকিট কাটতে একটু লেট হয়ে যাবার কারণে অধিকাংশ ক্ষেত্রে পছন্দের ট্রেনে ওয়েটিং লিস্টের লম্বা তালিকা।
advertisement
5/9
এবার কি আপনিও সপরিবারে বেড়াতে যাবার কথা ভাবছেন, চিন্তা কিসের? মুশকিল আসান করতে পূর্ব রেল বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।আগামী অক্টোবর মাসের ৯ তারিখ , ১৬ তারিখ, ৩০ তারিখ (অর্থাৎ কালীপুজোর আগের দিন) এবং নভেম্বর মাসের ৬ তারিখ (অর্থাৎ ছট পুজোর আগের দিন) দার্জিলিং যাওয়ার জন্য হাওড়া থেকে ছাড়বে স্পেশাল ট্রেন (০৩০২৭ আপ)।
advertisement
6/9
আগামী অক্টোবর মাসের ৯ তারিখ , ১৬ তারিখ, ৩০ তারিখ (অর্থাৎ কালীপুজোর আগের দিন) এবং নভেম্বর মাসের ৬ তারিখ (অর্থাৎ ছট পুজোর আগের দিন) দার্জিলিং যাওয়ার জন্য হাওড়া থেকে ছাড়বে স্পেশাল ট্রেন (০৩০২৭ আপ)।
advertisement
7/9
ট্রেনটি হাওড়া থেকে রাত ১১ঃ৫৫ মিনিটে ছেড়ে ব্যান্ডেল জংশন, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, মালদা টাউন, বারসোই, কিষাণগঞ্জ ও আলুয়াবাড়ি রোড হয়ে পরের দিন সকাল ১ঃ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবে।
advertisement
8/9
ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে দুপুর ১২ঃ৪৫ মিনিটে যাত্রা শুরু করে আলুয়াবাড়ি রোড, কিষাণগঞ্জ, বারসোই, মালদা টাউন , জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপধাম , ব্যান্ডেল হয়ে রাত ১২:১০ মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছাবে।
advertisement
9/9
ট্রেনটিতে একটি এসি ফার্স্ট এবং এসি ২ টায়ার কম্বাইন্ড কোচ, একটি এসি ২ টায়ার, পাঁচটি AC ৩ টায়ার , একটি এসি ৩ ইকোনমি , আটটি স্লিপার কোচ এবং ৩টি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ থাকবে। পুজোর ছুটিতে এই সমস্ত ট্রেন বাঙালির পুজোর ছুটিকে আরও আনন্দময় করে তুলবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja: পুজোর ছুটিতে দার্জিলিং যাওয়ার প্ল‍্যান? বিরাট সুখবর দিল রেল, এখনই জেনে নিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল